এইদিন ওয়েবডেস্ক,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২০ সেপ্টেম্বর : রোদে কাপড় মেলার জন্য বাড়ির উঠনে একটা জিআই তার টাঙানো ছিল । কিন্তু সেই তারটি যে বিদ্যুৎ লাইনের সঙ্গে শর্ট সার্কিট হয়ে গেছে সেটি বুঝতে পারেননি প্রৌঢ় দম্পতি । ফলে এদিন সোমবার সকালে প্রৌঢ়া স্নানের পর যখন তাঁর ভিজে শাড়িটি ওই তারে মেলতে যান তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন । বিষয়টি বুঝতে পেরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্বামীও । যদিও তিনি তাঁর স্ত্রীকে বাঁচাতে সক্ষম হননি । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বুধপুর গ্রামে । মৃত প্রৌঢ়ার নাম অঞ্জু দে(৫২) । তাঁর স্বামী দীপক কুমার দে বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গিয়েছে,এদিন সকালে অঞ্জু দে ও তাঁর স্বামী দীপক কুমার দেকে বাড়ির উঠোনে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা । সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা অঞ্জুদেবীকে মৃত বলে ঘোষণা করেন । দীপকবাবুর অবস্থার অবনতি হলে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
অঞ্জুদেবীর ভাইপো প্রহ্লাদ কোঁয়ার বলেন, ‘জামা কাপড় শুলনোর জন্য পিসিমার বাড়ির উঠোনে একটি জিআই তার টাঙানো রয়েছে । ওই তারের উপর দিয়ে গেছে একটি বিদ্যুতের তার । তা থেকে কোনও ভাবে জিআই তারে শর্ট সার্কিট হয়ে যায় । যার ফলে আমাদের এই সর্বনাশ হয়ে গেলো ।’ মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম ।।