আমিরুল ইসলাম,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০২ আগস্ট : নাকা চেকিং-এর সময় এক মাদক কারবারীকে পাকড়াও করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম ইন্তাজ শেখ ওরফে মিঠুন । তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার ভাল্যগ্রাম এলাকায় । রবিবার রাতে মঙ্গলকোট থানার নতুনহাটের লোচনদাস সেতু থেকে বেশ কিছু নিষিদ্ধ কোডাইন সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । আটক করা হয়েছে একটি বাইক । এদিকে রবিবার রাত্রি থেকে সোমবার সকাল পর্যন্ত এলাকার বিভিন্ন বাজারে হানা দিয়ে মাস্কবিহীন ৬ ব্যক্তিকে গ্রেফতার করল মঙ্গলকোট থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম ধৃতদের নাম আব্দুল মালেক মল্লিক,সাদ্দাম হোসেন,নাসিরউদ্দিন মল্লিক,সেক মোস্তাকিম,শেখ শরিফুল ও জামালউদ্দিন মোল্লা । ধৃতরা প্রত্যেকেই মঙ্গলকোট থানা এলাকার বাসিন্দা । সোমবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।
পুলিশ সুত্রে খবর,প্রতিদিনের মত রবিবার রাতেও মঙ্গলকোট থানার নতুনহাটে অজয় নদের উপর লোচনদাস সেতুতে রুটিন চেকিং চালাচ্ছিল পুলিশ । ছিলেন মঙ্গলকোট থানার এএসআই সঞ্জয় ওরাংসহ চার পুলিশ কর্মী । সেই সময় বীরভূমের দিক থেকে একটি মোটরসাইকেল চড়ে নতুনহাটের দিকে আসছিল ইন্তাজ শেখ নামে ওই যুবক । এদিকে এমনিতেই করোনা বিধির কারনে রাত্রি ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত রাস্তায় অকারন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । তাই পুলিশ ওই ব্যক্তিকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু । সে কোথায় কি উদ্দেশ্যে যাচ্ছে জানতে চায় পুলিশ । কিন্তু সে কোনও সদুত্তর দিতে পারেনি ।
জানা গেছে,ওই যুবকের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের । এরপর পুলিশ তল্লাশি চালাতেই যুবকের বাইকের টুলবক্স থেকে বেশ কিছু নিষিদ্ধ কোডাইন সিরাপ উদ্ধার হয় । গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে । পাশাপাশি পুলিশ ওই নিষিদ্ধ সিরাপ বাজেয়াপ্ত করে ও ধৃতের বাইকটি আটক করে । পুলিশ জানিয়ে,এই চক্রে আর কারা যুক্ত তা জানার চেষ্টা চলছে । প্রসঙ্গত,বিধানসভা ভোটের আগে লোচনদাস সেতুতে নাকা চেকিং-এর সময় এক গাড়ির চালকের কাছ থেকে খামবন্দি ১১ লক্ষ টাকা উদ্ধার করেছিল মঙ্গলকোট থানার পুলিশ । যা ঘিরে জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল । এরপর রবিবার রাতে এক মাদক কারবারী পুলিশের হাতে ধরা পড়ল ।
নাকা চেকিংয় ছাড়াও নবান্ন থেকে নির্দেশ আসার পর থেকে করোনা বিধি লঙ্ঘনকারী নাগরিকদের উপর কড়া নজরদারি শুরু করে দিয়েছে মঙ্গলকোট থানার পুলিশ । পুলিশ প্রায়ই সিভিল ড্রেসে বিভিন্ন বাজারে বাজারে গিয়ে হানা দিচ্ছে । দিন কয়েক আগে মাস্ক না পড়ার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছিল মঙ্গলকোট থানার পুলিশ । যদিও তখন তাদের জরিমানা ও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল । এরপর রবিবার রাত্রি ৯ টা থেকে ফের অভিযানে নামে পুলিশ । এএসআই উত্তম সরকার ও কাকন কুন্ডুর নেতৃত্বে ৬ জনের একটি দল রবিবার রাত্রি থেকে এদিন দিনভর এলাকার বিভিন্ন বাজারে সিভিল ড্রেসে হানা দেন । শেষে এই দু’দিন মিলে করোনা বিধি ভঙ্গকারী ৬ নাগরিককে পুলিশ গ্রেফতার করে । ধৃতদের বিরুদ্ধে আইপিসির ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্টে মামলা রজু করে এদিন আদালতে পাঠানো হয় । মঙ্গলকোট থানার পুলিশের এই ভূমিকায় খুশি এলাকাবাসী ।।