এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),০২ নভেম্বর : নিখোঁজ থাকার এক মাস পর পানা পুকুর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার করল মালদা জেলার মানিকচক থানার পুলিশ । পুলিশ জানায়,মৃতের নাম জয়ধর মন্ডল(২৩) । তাঁর বাড়ি মথুরাপুর থানার শঙ্করটোলা গ্রামে । বৃহস্পতিবার রাতে মথুরাপুর অঞ্চলের ভুতনি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি পানা পুকুর থেকে পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে । তবে মৃতদেহের মুখসহ শরীরে পচন ধরে গলতে শুরু করায় যুবককে সনাক্ত করতে সমস্যার মুখে পড়তে হয়েছিল পুলিশকে । শেষে মৃতদেহের কাছ থেকে আধার কার্ড ও অন্যান্য সামগ্রী পাওয়া গেলে তাঁকে সনাক্ত করা হয় । বেশ কিছুদিন ধরে দেহটি ওই পুকুরের জলে পড়ে আছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের । মৃতের পরিবারের অভিযোগ জয়ধরকে খুন করে ওই পানা পুকুরের মধ্যে ফেলা হয়েছে । আর এই ঘটনায় মৃতের জামাইবাবুর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে পরিবারের সদস্যরা ।
পরিবার সুত্রে জানা গেছে,পেশায় পরিযায়ী শ্রমিক জয়ধর মন্ডল বিবাহিত । তাঁর মাস দশেকের একটি শিশুসন্তান রয়েছে । নভেম্বর মাসের ২ তারিখের বিকেল থেকে নিখোঁজ হয়ে যান জয়ধর । ওইদিন বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ বেড়াতে যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বের হয় । তারপর তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি । পরে মানিকচক থানায় নিখোঁজ ডাইরি করে পরিবার । শেষে এদিন ভুতনি ব্রিজ সংলগ্ন এলাকার পানা পুকুর থেকে প্রচন্ড দূর্গন্ধ আসতে থাকলে স্থানীয় লোকজন কৌতুহল বশত দেখতে গিয়ে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন ৷ খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ।
মৃতের দাদা বাচু মণ্ডল বলেন, ‘আমার ভাই ও ছোট বোনের একই গ্রামে বিয়ে হয়েছে । বোনের সঙ্গে জামাই শুভঙ্কর মন্ডলের অশান্তি হয়েছিল । এনিয়ে বলতে গেলে আমার ভাইকে শুভঙ্কর হুমকি দিয়েছিল আমাদের দুই ভাইয়ের মধ্যে একজনকে খুন করে দেবে ৷ বোনকে নির্যাতন ও খুনের হুমকির দেওয়ার জন্য ছোট জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল । পরে তাকে পুলিশ গ্রেফতার করে । বর্তমানে জামাই জেলে রয়েছে । ইতিমধ্যে আমার ভাইও উধাও হয়ে যায় । এরপর এদিন একটি পানাপুকুরে ভাইয়ের পচাগলা দেহ পড়ে থাকতে দেখি ।’ তাঁর অভিযোগ, ‘এই ঘটনার পিছনে ছোট জামাইয়ের হাত আছে বলে আমাদের অনুমান ।’
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । পুলিশ জানিয়েছে,ওই যুবক কবে মারা গেছেন, কিভাবে মারা গেছেন তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।