এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৮ জুলাই : মালদা জেলায় ফের গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী । এবারে গুলিবিদ্ধ হলেন পেশায় ট্রাক্টর ব্যাবসায়ী লাল মোহাম্মদ নামে জনৈক এক যুবক । তাঁর বাড়ি মালদা জেলার রতুয়া থানার কাহালার আশুটোলা এলাকায় । বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে ।
লাল মোহাম্মদ জানিয়েছেন,শনিবার বিকেলের দিকে
ব্যাবসায়ের কাজে জগন্নাথপুর এলাকায় গিয়েছিলেন । কাজ মিটিয়ে সন্ধ্যা নাগাদ নিজের বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন । কিন্তু কাহালার কাছাকাছি এলে কে বা কারা পেছন থেকে এসে তাঁকে লক্ষ্য করর গুলি চালায় । তাঁর ডান পায়ে গুলি লাগে । তারপর তিনি বাইক থেকে পড়ে যান ।
জানা গেছে,গুলির শব্দে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে । তাদের দেখেই চম্পট দেয় দুষ্কৃতীরা । এরপর রতুয়া থানার পুলিশ গিয়ে গুলিবদ্ধ যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই ঘটনাটি ঘটেছে । তবে স্থানীয় লোকজন দ্রুত ছুটে আসায় ওই ব্যবসায়ীর কাছ থেকে কোনও টাকা ছিনতাই করতে পারেনি দুষ্কৃতীরা । পুলিশ জানিয়েছে, হামলাকারী দুষ্কৃতিদের সন্ধান চলছে ।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই গুলিবিদ্ধ হন ইংরেজবাজার থানার শোভানগর এলাকার বাসিন্দা নেপাল চৌধুরী নামে জনৈক এক মিষ্টান্নের ব্যাবসায়ী । এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত নেপালবাবুর মিষ্টান্নের ব্যাবসার পাশাপাশি জমি জায়গার দালালিও করেন । শোভানগর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মিষ্টির দোকান রয়েছে । ঘটনার দিন তিনি নিজের দোকানের সামনে বসেছিলেন । সেই সময় তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় বাইক আরোহী দুই দুষ্কৃতি । গুলিটি তাঁর পিঠে লাগে । বরাত জোরে তিনি প্রাণে বেঁচে যান । তদন্তে পুলিশ জানতে পারে জমি জায়গা নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে । এদিকে ওই ঘটনার জের মিটতে না মিটতেই ফের শ্যুট আউটের ঘটনা ঘটায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে মালদা জেলায় ।।