এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৮ আগস্ট : মালদায় ‘দূয়ারে সরকার’ শিবিরে সরকারি পরিষেবা নিতে এসে হুড়োহুড়ির চোটে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন মহিলা । তাঁদের মধ্যে কয়েকজন বৃদ্ধাও রয়েছেন বলে জানা গেছে । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয় । যদিও আহত মহিলাদের সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।
সাধারন মানুষকে সরকারি বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য প্রতিটি ব্লকে ‘দূয়ারে সরকার’ শিবির করছে রাজ্য সরকার । বিধানসভা ভোটের আগে প্রথম দফার শিবির করা হয়েছিল । সম্প্রতি রাজ্য জুড়ে দ্বিতীয় দফার এই শিবির শুরু হয়েছে । জানা গেছে,বুধবার মালদা ব্লকের সাহাপুর হাইস্কুলে দূয়ারে সরকার’ শিবির করা হয়েছিল । শিবির শুরু হওয়ার অনেক আগে থেকেই কয়েক হাজার মহিলা ও পুরুষ স্কুলের সামনে এসে জড়ো হন । এদিকে মুশলধার বৃষ্টিপাত শুরু হয়ে যায় । তারই মাঝে স্কুলের গেট খুলে দেওয়া হলে লাইনে দাঁড়ানোর জন্য আগত মানুষদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় । স্কুলে ঢোকার জন্য শুরু হয় ধাক্কাধাক্কি গুঁতোগুঁতি । ফলে ভিড়ের চাপে বেশ কয়েকজন মহিলা অসুস্থ হয়ে পড়েন । পুলিশ ও পরিবারের লোকজন অসুস্থ মহিলাদের উদ্ধার করে । পরে তাদের একটি বাসে তুলে স্থানীয় মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় ।
এদিনের এই ঘটনা ঘিরে স্কুল চত্বরে সাময়িকভাবে ব্যাপক উত্তেজনা ছড়ায় । পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে । শেষ পর্যন্ত শান্তিপূর্নভাবেই সম্পন্ন এদিনের এই শিবির ।।