এইদিন ওয়েবডেস্ক,শাহদোল(মধ্যপ্রদেশ),২২ মার্চ : মধ্যপ্রদেশের শাহদোল জেলায় ২৮ বছরের এক তরুনীকে গণধর্ষণের পর বিষ খাইয়ে মেরে ফেলার ঘটনায় মূল অভিযুক্ত শাদাব উসমানীর (Shadab Usmani) ঘর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল রাজ্য সরকার । ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে শনিবার । ওইদিন উসমানি তাঁর দুই বন্ধু রাজেশ সিং এবং সোনু জর্জকে ডেকে মদ্যপ অবস্থায় তরুনীকে গনধর্ষণ করে বলে অভিযোগ । শাহদোলের জেলা কালেক্টর বন্দনা ভাদ্য( Vandana Vadya) বলেন, ‘আজ প্রধান অভিযুক্ত শাদাব উসমানির বাড়ি ভেঙে ফেলা হয়েছে । মামলায় জড়িত অপর দুই আসামি ভাড়া বাসায় বসবাস করছিলেন ।’
শাহদোল জেলার জাভারা(Javara) এলাকায় বাড়ি শাদাব উসমানীর । পুলিশ সুত্রে জানা গেছে,গত দেড় বছর ধরে ওই তরুনীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর । ঘটনার দিন উসমানি তাঁর প্রেমিকাকে পিকনিকের অছিলায় জেলা সদর শাহদোল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ক্ষীরসাগর এলাকার নিয়ে যায় । আগে থেকেই সেখানে উপস্থিত ছিল রাজেশ ও সোনু । তিন বন্ধু মিলে প্রথমে মদ্যপান করে । এরপর তারা তরুনীকে উপর্যুপরি গনধর্ষণ করে । শুধু তাই নয়,নির্যাতিতাকে জোর করে বিষ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।
পুলিশ জানিয়েছে,ধৃতরা জেরায় কবুল করেছে তরুনীকে গনধর্ষণের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় উসমানী । বাকি দু’জন নির্যাতিতা তরুনীকে অচেতন অবস্থায় জেলা হাসপাতালের বাইরে ফেলে দেয় । রটিয়ে দেয় অতিরিক্ত মদ্যপানের কারনেই তরুনী অচেতন হয়ে পড়েছে । এমনকি একই কথা বলে তরুনীর বাড়িতেও এক অভিযুক্ত ফোন করে জানায় । এদিকে আভ্যন্তরীন আঘাত ও বিষক্রিয়ার কারনে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই মৃত্যু হয় নির্যাতিতার । পরে ময়নাতদন্তে ধর্ষণের ঘটনার কথা প্রকাশ্যে আসে । এই ঘটনাকে ঘিরে এমনিই জনরোষের সৃষ্টি হয়েছিল এলাকায় । ঘটনার তিন দিন পর এদিন মধ্যপ্রদেশ সরকারের নির্দেশে দুটি বুলডোজার দিয়ে প্রধান অভিযুক্ত শাদাব উসমানির বাড়ি ভেঙে দেয় স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা ।
প্রসঙ্গত, দূর্বীত্তায়ন বন্ধ করতে অপরাধীদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পদ্ধতি প্রথম শুরু করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আর তাঁর এই পদ্ধতির কারনে রাজ্যে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল ।এই দেখে যোগী আদিত্যনাথের এই পদ্ধতির প্রয়োগ শুরু করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও । সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে মধ্যপ্রদেশের রাইসেন (Raisen) জেলায় হিংসার ঘটনায় জড়িতদের বেআইনি বাড়ি ও দোকান ভেঙে দেয় জেলা প্রশাসন । একইভাবে শেওপুরে (Sheopur) এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মহসিন, রিয়াজ এবং সেহওয়াজের অবৈধ বাড়ি ভেঙে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ সরকারের নির্দেশে । আর অপরাধীদের বাড়ি ভাঙার এই টেকনিকের কারনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেমন ‘বুলডোজার বাবা’ নামে পরিচিত হয়ে উঠেছেন, তেমনি মধ্যপ্রদেশে ‘বুলডোজার মামা’ হিসাবে পরিচিত হয়ে উঠেছেন শিবরাজ সিং চৌহান ।।