এইদিন ওয়েবডেস্ক,মালদা,১০ জানুয়ারী : একই বাড়িতে পৃথক সংসারে বসবাস করেন তিন ভাই । বাড়িতে একটাই বিদ্যুতের লাইনের । এতদিন বিদ্যুতের খরচ তিন ভাই মিলে ভাগ করে দিতেন । কিন্তু সম্প্রতি তিন হাজার টাকার কাছাকাছি বিদ্যুতের বিল এসেছে । অভিযোগ, সেই বিল মেটানোর জন্য বাড়ির বড় ছেলের উপর চাপ দেওয়া হয় । তার প্রতিবাদ করেছিলেন বড় বধু । তার জেরে তাঁর স্বামীকে একটা ঘরের মধ্যে আটকে রেখে ৫ মাসের অন্তঃসত্ত্বা ওই বধুকে বেদম মারধরের অভিযোগ উঠল শ্বশুর,শাশুড়ি,ননদ ও দুই দেওরের বিরুদ্ধে । রবিবার রাত্রি প্রায় ১২-টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার চামাপ্রতাপপুর গ্রামে । গভীর রাতে গৃহবধূর কান্নার শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন । তাঁরা বধুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মোথাবাড়ি হাসপাতালে ভর্তি করেন । পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত জান্নাতুল ফেরদৌস (২৫) নামে ওই গৃহবধুকে । চিকিৎসকরা জানিয়েছেন, অন্তঃসত্ত্বা ওই মহিলার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ।
জানা গেছে,বছর দুয়েক আগে বিয়ে হয়েছে জান্নাতুল ফেরদৌসের । তাঁর স্বামী মহম্মদ আহাদ আলী পরিযায়ী শ্রমিক । ওই গৃহবধু বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা । গৃহবধুর স্বামীরা তিন ভাই । সকলেই বিবাহিত । তাঁরা একই বাড়িতে পৃথক সংসারে থাকেন । তিন ভাই ও তাঁদের পরিবার ছাড়াও বাড়িতে রয়েছেন তাঁদের বাবা-মা ও এক বোন ।
জখম গৃহবধূ জানিয়েছেন,বাড়িতে একটাই বিদ্যুতের লাইন । এতদিন বিদ্যুতের বিলের তিনটে ভাগ হয়ে এসেছে । কিন্তু এবারের বিদ্যুতের বিলের ২৯০০ টাকার সবটাই তাঁদের দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল । তাঁর অভিযোগ, ‘আমি এর প্রতিবাদ করেছিলাম । মোট বিলের টাকার তিন ভাগের একভাগ দেবো বলেছিলাম । সেই অপরাধে আমার শ্বশুর হাসিমুদ্দিন শেখ,শাশুড়ি তাজমিরা বিবি,ননদ সাদিয়া ইয়াসমিন, দুই দেওর আব্দুল কাদির ও আজিম শেখ মিলে রবিবার রাতে আমার উপর চড়াও হয় । প্রথমে ওরা আমাকে ব্যাপক কিল, চড়, থাপ্পর ও মাটিতে ফেলে লাথি মারে । পাশাপাশি লোহার রড, ইঁট দিয়ে আমাকে বেদম পেটায় । আমার মাথা ফেটে যায় । তার আগে ওরা আমার স্বামীকে একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে দিয়েছিল ।’
সোমবার আহত বধুর বাবা মহম্মদ নরসেদ শেখ তাঁর মেয়ের দুই দেওর, এক ননদ, শুশুর ও শাশুড়ির বিরুদ্ধে মোথাবাড়ি থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন । পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক। তাদের সন্ধান চলছে ।।