এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ জুন : খাস কলকাতায় ফের ঘটেছে নারী নিগ্রহের ঘটনা । এবারে একটা দোকানে চা পান করতে যাওয়া একজন নার্সকে অচৈতন্য করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল দোকানদারের বিরুদ্ধে । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়া স্টেশন সংলগ্ন কয়লাপট্টি এলাকায় । এই ঘটনায় ওই চায়ের দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ বুধবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি নির্যাতিতার শারীরিক পরীক্ষার পাশাপাশি আদালতে তাঁর গোপন জবানবন্দির আবেদন করা হবে বলে জানা গেছে ।
জানা গেছে,নির্যাতিতা নার্সের স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন ৷ কয়লাপট্টি এলাকার চায়ের দোকানের মালিকের মাধ্যমেই তরুনী টাকা পাঠাতেন । পাশাপাশি প্রতিদিন রাতে একবার করে চা পান করতে যেতেন তিনি ৷ মঙ্গলবার রাত ১০টা নাগাদ যথারীতি তিনি ওই দোকানে চা পান করতে গিয়েছিলেন । কিন্তু চায়ের কাপে এক-দুই চুমুক দেওয়ার পরেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন ওই নার্স । ভোর রাত আড়াইটে নাগাদ তার জ্ঞান ফিরলে তিনি দেখেন তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় আছেন । তরুনী বুঝতে পারেন যে তাকে অচৈতন্য করে পাশবিক নির্যাতন করা হয়েছে । এরপর তিনি একটু পাশে পড়ে থাকা পোশাক খুঁজে পরে নিয়ে স্থানীয় বাসিন্দাদের ডেকে ঘটনার কথা জানান । পরে স্থানীয়দের সহযোগিতাতেই তিনি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন । অবশ্য অভিযোগ দায়েরের অল্প সময় পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । তদন্তের স্বার্থে পুলিশ তার ও নির্যাতিতার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ।।

