এইদিন ওয়েবডেস্ক,কেরালা,২৩ এপ্রিল : রমজানের শুভেচ্ছার নামে লাভ জিহাদে ইন্ধন সৃষ্টিকারী কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । আনসার(Anseer) নামে এক টুইটার ব্যবহারী একটি ভিডিও শেয়ার করে টুইট করেছেন,’এটি মালায়ালাম মুভি সুফিয়ুম সুজাথায়ুম(Sufiyum sujathayum)-এর রিক্রিয়েট গান ।’ ভিডিওতে দেখা গেছে, একজন হিন্দু তরুনী এক মুসলিম তরুনের প্রেমে পড়েছে । মুসলিম যুবক ধর্মপুস্তক পড়ছে । জানালা দিয়ে তা লক্ষ্য করছে হিন্দু তরুনী । তারপর সে ফিরে এসে কপালের টিপ খুলে ফেলে হিজাব পড়ে নেয় ।’
অন্য একটি ভিডিও পরিচালক,সুমিরা শিক নিজেই ‘সুফিয়ুম সুজাথায়ুম’ হ্যাশট্যাগ দিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন । সেই ভিডিও অর্গানাইজ উইকলির সাংবাদিক অর্গানাইজ উইকলির সাংবাদিক শুভি বিশ্বকর্মা পোস্ট করে টুইট করেছেন,’ঈদের শুভেচ্ছা! এই ক্লিপটির মাধ্যমে লাভ জিহাদের প্রচার চালানো হচ্ছে : রমজানের শুভেচ্ছার নামে এই ক্লিপটি ইন্টারনেটে শেয়ার করা হয়েছিল যেখানে একজন মুসলিম পুরুষ একজন হিন্দু মহিলার কপাল থেকে বিন্দি মুছে দেয় এবং তাকে ধর্মান্তরের প্রতীক হিসাবে বোরখা পরিয়ে দেয় । কেরালার ভিডিও । দেখুন….’
শুভি বিশ্বকর্মার শেয়ার করা ভিডিওতে দেখা গেছে মালায়ালাম ছবি সুফিয়ুম সুজাথায়ুম-এর ওই গানে মুসলিম যুবক নিজেই হিন্দু যুবতীর কপাল থেকে টিপ খুলে দিয়ে হিজাব পড়িয়ে দিচ্ছে । বহু মানুষ এই ভিডিওর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন । তাদের অভিযোগ, এভাবে সুপরিকল্পিতভাবে হিন্দু তরুনীদের মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য ইন্ধন জোগানো হচ্ছে । সম্প্রতির নাম দিয়ে আদপে লাভ জিহাদকে প্রমোট করা হচ্ছে বলে অভিযোগ উঠছে । উলটে এতে সমাজে সম্প্রীতির পরিবেশের উপর প্রভাব পড়তে পারে বলে তাদের আশঙ্কা । এনিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন । পাশাপাশি ভিডিও তৈরি ও বিতরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও করছেন অনেকে । কিন্তু বামফ্রন্ট শাসিত কেরালায় ‘লাভ জিহাদ’-এর প্রচারকারীদের বিরুদ্ধে আদপেই কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ রয়ে গেছে ।
তবে এই লাভ জিহাদকে প্রমোট করার ঘটনা এই প্রথম নয় । এর আগে অফিসিয়াল হিউম্যানস অফ বোম্বে-এর দুটি গল্পে সুকৌশলে লাভ জিহাদের প্রচার করেছিল ।।