দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৮ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের অবৈধ সুদ চক্রের জাল কতদূর বিস্তৃত তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে । নিত্য দিন গ্রেফতার হচ্ছে নতুন নতুন কারবারি । শুক্রবার ফের একজন কারবারি ধরা পড়েছে পুলিশের জালে । কাটোয়া শহরের সিদ্ধেশ্বরী তলার বাসিন্দা রাজু দাস ওরফে নেতাইকে গ্রেফতারের পর এদিন কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে তাকে ৮ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় ।
এদিকে কাটোয়ার অবৈধ সুদের কারবারের তদন্তে নেমে চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে । সুদের কারবারিদের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়েরকারী কাটোয়ার বাসিন্দা প্রাথমিক স্কুল শিক্ষক অনিমেষ সরকারকেও রাজু টাকা ধার দিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ । পুলিশ জানতে পারে এক ব্যবসায়ীর কাছ থেকে মাসিক শতকরা ১ টাকা ৭৩ পয়সা হারে ঋন নিয়েছিল রাজু । সেই টাকা শিক্ষককে দিয়ে মাসে সুদ বাবদ সাড়ে সাত হাজার টাকা করে উসুল করছিল সে । তবে কাটোয়ার সুদের কারবারের মূল পান্ডা ধৃত চঞ্চল কুমার দে সহ দু’জনের বিষয়ে জানতে পেরেছে পুলিশ । তাদের তাগাদায় অতিষ্ট হয়ে অনেক ঋণ গ্রহীতা পরিবারের সোনা গহনা পর্যন্ত বন্ধক রাখতে বাধ্য হয়েছে বলে জানা গেছে ।
এই মামলায় এযাবৎ মোট ৬ জন গ্রেফতার হয়েছে । পুলিশের অনুমান,কাটোয়া শহরে অবৈধ সুদের কারবারের জাল বহুদুর বিস্তৃত । বাকিদের হদিশ পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ ।।