এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৩ জুলাই : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশমত গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে শুরু হল ফুটপাত দখলমুক্ত অভিযান । আজ বুধবার কাটোয়া শহরের কাছারিরোড, স্টেশনবাজার, লেনিন সরণী, পুরসভা মোড়, নিচুবাজার প্রভৃতি এলাকায় ঘুরে ঘুরে হকারদের ফুটপাত খালি করার নির্দেশ দেয় প্রশাসন ও পুরসভার লোকজন । ফুটপাত খালি করতে ৩ দিন সময় দেওয়া হয়েছে ।
জানা গেছে,শহর এলাকার ফুটপাত খালি করতে গত শুক্রবার কাটোয়া মহকুমাশাসকের অফিসে একটি বৈঠক হয় । সেই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, বিধায়ক, পুরচেয়ারম্যান,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সরকারি বিভিন্ন দফতরের আধিকারিকরা । তখনই ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হয় । কাটোয়া পুরসভার এক্সিকিউটিভ অফিসার চঞ্চল কুমার মণ্ডল বলেন,’পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে শহরের ফুটপাত ফাঁকা করে দেওয়ার জন্য বলা হয়েছে । কোনো বাধার মুখে পড়তে হয়নি । সকলে সহযোগিতা করেছেন ।’ তিনি আরও জানান,কোন রাস্তার ফুটপাতে বসে কারা ব্যবসা করে আসছিল তাদের তালিকা তৈরি করা হচ্ছে ।।