দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ নভেম্বর : সহজ শর্তে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে শনিবার একটি বেসরকারি সংস্থার এক মহিলা ও এক পুরুষ কর্মীকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । কাটোয়া থানার অন্তর্গত দাঁইহাটের শবশিবতলায় ওই সংস্থার কার্যালয় থেকেই গ্রেফতার করা হয় ওই দু’জনকে । ওই সংস্থার বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে । এদিকে এই ঘটনার জের মিটতে না মিটতেই ফের কাটোয়ায় সহজ শর্তে মোটা টাকা ঋণ পাইয়ে দেওয়ার একটি চক্রের সন্ধান মিললো কাটোয়ায় । শনিবার রাতে কাটোয়ার মণ্ডলপাড়ার বাসিন্দা নুরনেসা বেগম নামে নামে এক গৃহবধূর কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই কাটোয়ার ১২ নম্বর ওয়ার্ড এলাকার বেলতলায় সংস্থার অফিসে হানা দিয়েছিল পুলিশ । কিন্তু সংস্থার কার্যালয়ে তালা ঝুলিয়ে চম্পট দেয় সংস্থার কর্মীরা ।
জানা গেছে,কাটোয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ড এলাকার বেলতলায় দিন চারেক আগেই ওই সংস্থার অফিস খোলা হয়েছিল । স্থানীয় এক ব্যক্তির বাড়ির ঘর ভাড়া নিয়ে অফিসটি খোলা হয় । অফিসের উপরে লাগানো ব্যানারে কয়েকজন মহিলার ছবি এবং একেবারে নিচে পূর্ব বর্ধমান জেলার সংস্থার কেন্দ্রের একটি মোবাইল নম্বর দেওয়া আছে । ব্যানারের একেবারে উপরে লেখা আছে,’আশার আলো ক্ষুদ্র ঋণ প্রকল্প’ ।
স্থানীয় সূত্রে খবর, তিনজন মহিলা সংস্থার কাজকর্ম চালাচ্ছিল । তারা এলাকায় ঘুরে ঘুরে মূলত দরিদ্র পরিবারের মহিলাদের টার্গেট করত । দাঁইহাটের মত ওই সংস্থার কায়দায় মহিলাদের গোষ্ঠী তৈরি করে প্রত্যেকের কাছ থেকে ২৫৫০ টাকা করে হাতিয়ে নিয়ে মাথা পিছু ৬০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বলে ফাঁদ পেতে বসেছিল সংস্থাটি ।
অভিযোগকারীনী নুরনেসা বেগম বলেন,’চার দিনের মধ্যেই কাটোয়ার কেশিয়া মাঠপাড়া, দরগাতলা, জামাইপাড়া, মণ্ডলপাড়া প্রভৃতি এলাকা মিলে প্রায় ৯ – ১০ টি গোষ্ঠী তৈরি করে ফেলে ওই সংস্থা । গোষ্ঠীর প্রতি মহিলাদের কাছ থেকে ২৫৫০ টাকার পাশাপাশি আধারকার্ড,ভোটার কার্ডের জেরক্স, ছবি ও ব্যাঙ্কের পাশবইয়ের জেরক্স কপি জমা নিয়েছিল । বলেছিল ৪৮ ঘন্টার মধ্যেই ঋণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং টাকা জমা হওয়ার মেসেজ চলে যাবে মোবাইলে । কিন্তু দু’দিন পরেও টাকা না ঢোকায় আমাদের সন্দেহ হয় । শেষ পর্যন্ত আমরা শনিবার রাতে এনিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করি ।’
জানা যায়,শনিবার রাতে নুরনেসা বেগমসহ কয়েকজন প্রতারিত মহিলা কাটোয়া থানায় অভিযোগ দায়েরে পরেই তদন্তে নেমে পড়ে পুলিশ । কিন্তু পুলিশ কাটোয়ার বেলতলায় সংস্থার কার্যালয়ে পৌঁছনোর আগেই তালা ঝুলিয়ে চম্পট দেয় কর্মীরা । পুলিশ জানিয়েছে,বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ঘটনার তদন্ত চলছে ।।