এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৩ আগস্ট : পেশায় মিষ্টির দোকানের কর্মচারী । এদিকে স্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছেন । কিন্তু সামান্য উপার্জনে তাঁর ঠিকমত চিকিৎসা করাতে পারছিলেন না । তার জেরে হতাশায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক প্রৌঢ় । মৃতের নাম গোপাল বৈরাগ্য(৫৭)। সোমবার রাতে বাড়ি থেকে তাঁকে ঝুলন্তবস্থায় উদ্ধার করে পুলিশ । মঙ্গলবার দেহটি ময়নাতদন্ত করা হয় । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।
জানা গেছে,কাটোয়ার কুলডাঙ্গার রেল কলোনি এলাকায় বাড়ি গোপাল বৈরাগ্যর । তাঁর একমাত্র ছেলে কর্মসুত্রে সুত্রে বাইরে থাকেন । বাড়িতে থাকেন গোপালবাবু ও তাঁর স্ত্রী । স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন ওই প্রৌঢ় । স্বল্প বেতন । তাতেই কোনও রকমে দু’জনের দু’বেলার অন্নসংস্থান হত । পরিবার সুত্রে জানা গেছে, এই পরিস্থিতির মাঝে বেশ কিছু দিন আগে গোপালবাবুর স্ত্রী আচমকা অসুস্থ হয়ে পড়েন । প্রাথমিকভাবে তাঁর চিকিৎসা করা হয়েছিল । কিন্তু দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ আর জোটাতে পারছিলেন না গোপালবাবু । ফলে স্ত্রীকে নিয়ে খুব চিন্তা করতেন । এনিয়ে বেশ কিছুদিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন । অবশেষে কোনও সুরাহা দেখতে না পেয়ে সোমবার রাতে স্ত্রীর নজর এড়িয়ে তিনি বাড়ির একটি ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ।।