এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৩ ফেব্রুয়ারী : প্রায় তিন কোটি টাকার মাদক সহ ৬ জনকে গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম আব্দুর রহমান, শাহিদ সেখ, আব্দুল আজিজ, শাহিদ সেখ, নাজিম আহমেদ ও রাসেল সেখ। ধৃতদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানার মোজমপুরের হারুচক এলাকায়। তাদের বয়স ১৮ বছর থেকে ৪২ বছরের মধ্যে । আজই ধৃতদের দশ দিনের পুলিশি হেপাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ । বিচারক ধৃতদের প্রত্যেকের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন।
পুলিশ সূত্রে খবর,গোপন সূত্র থেকে খবর পেয়ে আজ বৃহস্পতিবার ভোররাতে কালিয়াচকের মোজমপুরের হারুচক এলাকার বাসীন্দা আব্দুল করিমের বাড়িতে হানা দেয় কালিয়াচক থানার পুলিশের একটা দল । বাড়িতে তল্লাশি চালাতেই কার্যত চোখ কপালে উঠে যায় পুলিশের । পুলিশ তার বাড়ি থেকে ২ কেজি ৯১৫ গ্রাম নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধার করে। ‘যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মোট ছয়জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে।।