এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ ডিসেম্বর : ঝাড়খণ্ড অভিনেত্রী রিয়া কুমারী হত্যা মামলায় মৃতার স্বামীকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ । বুধবার সকালে তিন বছরের মেয়ে এবং স্বামী পেশায় পরিচালক প্রকাশকুমার ঝাকে সঙ্গে নিয়ে রাঁচি থেকে কলকাতায় আসছিলেন রিয়া কুমারী । কিন্তু হাওড়া জেলায় ১৬ নম্বর জাতীয় সড়কের মহিষরেখা ব্রিজের কাছে তিনি খুন হন । প্রকাশকুমার দাবি করেন,সকাল ৬ টা নাগাদ তিনি যখন হাওড়া জেলায় ১৬ নম্বর জাতীয় সড়কের মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি দাঁড় করিয়ে শৌচকর্ম সারতে গিয়েছিলেন সেই সময় তিন দুষ্কৃতী চড়াও হয় গাড়িতে । তারা রিয়াদেবীর টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আর বাধা পেয়ে মেয়ের সামনেই তাঁর স্ত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে পালায় দুষ্কৃতীরা । তিনি আরও জানান,সেই সময় কারখানার সামনে বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন । কিন্তু প্রচুর রক্তক্ষরণের কারনে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর স্ত্রী মারা যান । এনিয়ে থানায় অভিযোগও দায়ের করেন প্রকাশকুমার ঝা ।
যদিও ঘটনাস্থলে আশেপাশে উপস্থিত লোকজন ও প্রকাশকুমার ঝাঁয়ের বয়ানের মধ্যে বেশ কিছু অসঙ্গতি থাকায় রহস্য ঘনীভূত হয় । শেষে অভিনেত্রীর স্বামীকেই গ্রেফতার করল পুলিশ ।পুলিশ বৃহস্পতিবার তাঁকে ঘটনাস্থলে নিয়ে যায় এবং অপরাধের দৃশ্যটি পুনর্গঠন করে তদন্ত করে । এদিনই তাঁকে আদালতে তোলা হয় ।।