এইদিন ওয়েবডেস্ক,জামুড়িয়া(পশ্চিম বর্ধমান),২৩ ডিসেম্বর : পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া শিল্প তালুকের একটি বেসরকারি কারখানায় পণ্যবাহী গাড়ির ধাক্কায় এক আদিবাসী মহিলা শ্রমিকের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল বৃহস্পতিবার সকালে । আহত মহিলার নাম রথী কড়া(৪২) । তিনি স্থানীয় আকলপুর এলাকার কড়া পাড়ার বাসিন্দা । ওই মহিল কারখানার ক্যান্টিনে কাজ করেন বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে খবর, প্রতিদিনের মত এদিন সকালেও কারখানায় ডিউটিতে যোগ দিতে আসেন রথী কড়া নামে ওই মহিলা । তিনি কারখানার গেট দিয়ে ঢোকার পর নিয়ম অনুযায়ী হাজিরার খাতায় স্বাক্ষর করেন । তারপর তিনি ক্যান্টিনের উদ্দেশ্যে কিছুটা এগুতেই একটি পণ্যবাহী ট্রাক তাঁকে ধাক্কা দেয় । গুরুতর আহত হন তিনি । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দূর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করে কারখানা কর্তৃপক্ষ ।
জানা গেছে,ঘটনার কথা জানাজানি হতেই আশপাশের গ্রাম থেকে লোকজন ওই কারখানার সামনে এসে জমায়েত হয় । খবর নিতে আসেন আসেন আহত মহিলার পরিবারের লোকজনও । অভিযোগ,বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও আহত মহিলার বর্তমান শারিরীক অবস্থা সম্পর্কে মুখ খুলতে চায়নি কারখানা কতৃপক্ষ ।
এরপরেই লোকজন ক্ষিপ্ত হয়ে কারখানার গেটের সামনে বসে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । দীর্ঘক্ষণ বিক্ষোভের জেরে কারখানার পণ্যবাহী ট্রাক যাতায়ত বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ । শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ৷ যদিও এই ঘটনায় এদিন সন্ধ্যা পর্যন্ত থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।।