এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৬ আগস্ট : কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনার উত্তাল গোটা দেশ । খোজ মুখ্যমন্ত্রী অভিযুক্তদের ফাঁসির দাবিতে কলকাতার রাজপথে মিছিল করেছেন আজ শুক্রবার বিকালে । এই পরিস্থিতির মাঝেই জলপাইগুড়িতে এক কিশোরীকে সাতজন মিলে পাশবিক অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি এলাকায় স্বাধীনতা দিবসের দিন বিকালে । এই ঘটনায় নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন নাবালকসহ চারজনকে গ্রেফতার করেছে । ধৃতদের মধ্যে তিন জনের বাড়ি শিতলা পাড়া এলাকায় এবং চতুর্থ জন জলপাই মোড় নুতুন পাড়ার বাসিন্দা । ধৃত তিন নাবালককে আজ শুক্রবার জলপাইগুড়ি জুভেনাইল আদালতে তোলা হয় । একজনকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় । নির্যাতিতা কিশোরী বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তার অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে বাকি উপযুক্তদের সন্ধান চলছে ।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয় নির্যাতিতা কিশোরী । গত ১৫ই আগস্ট দুই যুবক টাকে ফোন করে ডাকে । সরল বিশ্বাসের কিশোরী তাদের কাছে যায় । এরপর ওই ২ যুবক মিলে কিশোরীকে ফুলবাড়ির একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় । সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আরো পাঁচজন । কিশোরী সেখানে যেতেই সাতজন মিলে তার ওপর উপর্যুপরি যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ । পরে তারা মেয়েটিকে একটা পরিত্যক্ত গোডাউনের পাশে মাঠের মাঝে ফেলে রেখে চম্পট দেয় । পরের দিন স্থানীয় বাসিন্দারা মাঠে কাজে গেলে কিশোরীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে । এরপর নিউ জলপাইগুড়ি থানা পুলিশ খবর পেয়ে ভোর চারটে নাগাদ কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ প্রতিক্রিয়ায় বলেন,’আর নিতে পারছি না । প্রতিদিন একই ঘটনার প্রতিক্রিয়া দিতে দিতে আমি অসুস্থ হয়ে যাব বলে মনে হচ্ছে । পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই । মমতা ব্যানার্জির পদত্যাগ না করা পর্যন্ত পরিস্থিতির কোন উন্নতি হবে বলে মনে হয় না । তাই আমি অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানাচ্ছি ।’।