এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৮ নভেম্বর : মাহাসা আমিনির হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের আগুন ছড়ালো ইরানের সেনাবাহিনীতে । এবার আন্দোলনের সমর্থনকারী সেনার গুলিতে প্রাণ হারাতে হল নিপিড়নকারী সেনাদের । সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সিস্তান ও বেলুচিস্তানের বামপুর শহরে ইরানি বাহিনীর কাসকিন পোস্টে সহকর্মীর গুলিতে নিহত হয়েছে চারজন সেনাকর্মী । ঘটনাটি ঘটেছে গত রবিবার(৬ নভেম্বর ২০২২) । নিহত ৪ সেনার নাম রসুল হুসাইনি, সাজ্জাদ ফারাহানি, আলী পাহলওয়ান এবং মোহাম্মদ আমিরি ।
হামলাকারীর নাম আলী দাহানি । ঘটনার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে । প্রসঙ্গত,গত শুক্রবার ও শনিবার খাশ শহরে বিক্ষোভ চলাকালে নির্বিচারে গুলি চালিয়েছিল ইরানের সেনাবাহিনী । তাতে ১১ জন বিক্ষোভকারী নিহত এবং কয়েক ডজন আহত হয় । মূলত নিহত ৪ সেনা জওয়ান মিলেই বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছিল বলে খবর । বিষয়টি মেনে নিতে পারেননি আলী দাহানি । আর তার জেরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের উপর গুলিচালনাকারী সেনা জওয়ানদের ক্যাম্পের মধ্যেই গুলি করে মেরে ফেলেন তিনি ।।