এইদিন ওয়েবডেস্ক,হরিয়ানা,০১ আগস্ট : হরিয়ানার নুহান জেলায় মহাদেবের জলাভিষেক যাত্রার সময় শোভাযাত্রার উপর হামলার অভিযোগ উঠল মুসলিম সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে । লাঠিসোঁটা ও তরবারি নিয়ে হামলার পাশাপাশি পাথর ছোড়াও হয় বলে অভিযোগ । আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গাড়িতে । দৈনিক ভাস্করের প্রতিবেদনে বলা হয়েছে যে গুলি লেগে দুইজনের মৃত্যু হয়েছে । এছাড়া মন্দিরে ভাংচুরের ঘটনাও ঘটেছে । জানা গেছে,পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এলাকায় সেনাবাহিনীকে পর্যন্ত নামাতে হয়েছে । জারি করা হয়েছে ১৪৪ ধারা এবং ২ আগস্ট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে ।
‘আপনি চৌপাল দেশ কি বাত্রাং’ নামে এক টুইটার ইউজার্স কয়েকটি ভিডিও শেয়ার করে লিখেছেন,’মেওয়াতের নুহ জেলায় ভিএইচপির ব্রিজামণ্ডল যাত্রায় পাথরবাজি, গুলিবর্ষণ। মুসলমানরা শ্রাবন মাসে ভিএইচপির যাত্রাকে ঘিরে ফেলে, পাথর ছুঁড়ে, গুলি চালায় এবং গাড়িতে আগুন দেয় ।’
ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে,সোমবার নূহের নালহাদের একটি শিব মন্দির থেকে যৌথভাবে ব্রিজ মণ্ডল শোভাযাত্রা বের করে বিশ্ব হিন্দু পরিষদ ও দুর্গাবাহিনী । পুলিশের নিরাপত্তায় শোভাযাত্রাটি ফিরোজপুর-ঝিরকায় গেলে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন ঝামেলা শুরু করে । বচসার মাঝে তারা শোভাযাত্রা লক্ষ্য করে পাথরবাজি করতে থাকে । তরবারি, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় । এমনকি গুলি চালানোর অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে । ক্রমশ দাঙ্গা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ।
হরিয়ানা শিবসেনা (শিন্দে দল) নেতা ঋতুরাজ আগরওয়াল ওপি ইন্ডিয়াকে জানিয়েছেন, হামলাকারীরা মহিলা সহ প্রায় সাড়ে চার হাজার হিন্দুকে ধরে নিয়ে গেছে । একটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে । অন্তত ২০ জন পুলিশ কর্মী আহত হয়েছেন । প্রায় এক ডজন গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং শত শত মহিলা পূণ্যার্থী আটকে পড়েছেন ।।
ছবি : ভাইরাল ভিডিও থেকে স্ক্রীন শট নেওয়া ।