এইদিন ওয়েবডেস্ক,আহমদাবাদ,০৯ আগস্ট : গুজরাটে ফুটপাতে শুয়ে থাকা একাধিক ঘুমন্ত মানুষকে পিষে দিল বেপরোয়া গতির একটি ট্রাক । ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৮ জনের । বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন বলে খবর । সোমবার ভোর ৩ টে নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে গুজরাটের আমরেলি জেলার সাবরকুণ্ডলা থানার বাধাদা গ্রামে । আমরেলির পুলিশ সুপার নির্লিপ্ত রায় জানিয়েছেন,সড়ক পথের ধারে ফুটপাতে ১০ জন ঘুমচ্ছিলেন । সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ফুটপাথের উপর উঠে তাঁদের পিষে দেয় । মৃতদের মধ্যে ৮ ও ১৩ বছরের দুই শিশু ছাড়াও ২ বৃদ্ধও রয়েছেন । আরও দুই শিশুর আঘাত গুরুতর । আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ সুত্রে খবর,এই ঘটনায় এক ট্রাক চালককে গ্রেফতার করা করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । আটক করা হয়েছে তার ট্রাকটিকে । পুলিশের অনুমান ট্রাক চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার কারনেই এই দুর্ঘটনাটি ঘটেছে । চালক মদ্য পান করে গাড়ি চালাচ্ছিল বলে অনুমান পুলিশের ।
ঘটনার দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি । পাশাপাশি তিনি মৃতের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন । এদিন এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘বরদা গ্রামের কাছে মর্মান্তিক এই ঘটনায় আমি শোকাহত । দূর্ঘটনার শিকার মানুষদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । রাজ্য সরকারের তরফ থেকে মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত করে অবিলম্বে রিপোর্ট পাঠানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ।।