এইদিন ওয়েবডেস্ক,গঙ্গারামপুর,২৮ মে : ফের প্রশ্ন চিহ্নের মুখে রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা । এবার বন্ধত্বকরণের জন্য নিয়ে যাওয়া এক গৃহবধূর মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলার গঙ্গারামপুর (Gangarampur) এলাকা । শনিবার রাতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের শ্যামলী ওরাওঁ নামে বছর সাতাশের এক গৃহবধুর মৃত্যু হয় । রবিবার ক্ষিপ্ত জনতা চিকিৎসায় গাফেলতির অভিযোগ তুলে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় । অবরধের জেরে আটকে পড়ে প্রচুর যানবাহন । খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ও গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী । এমনকি র্যাপিড অ্যাকশন ফোর্স ও কমব্যাট ফোর্সকে পর্যন্ত ডাকতে হয় ।
জানা গেছে,গঙ্গারামপুর থানার ফুলবাড়ি ধোপাদিঘি মোস্তাফাপুর গ্রামে বাড়ি মৃত গৃহবধূ শ্যামলী ওরাওঁ-এর । তার স্বামী নির্মল এক্কা পেশায় পরিযায়ী শ্রমিক । কর্মসূত্রে তিনি ভিন রাজ্যে থাকেন । এক ছেলে, এক মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন শ্যামলীদেবী । মৃতার পরিবারের অভিযোগ, শ্যামলীদেবীর বন্ধত্বকরণের জন্য জন্য শনিবার দুপুরে তাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা । এদিন সকালে পরিবারের লোকজনকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শ্যামলীদেবীর মৃত্যু হয়েছে ।
এদিকে বন্ধত্বকরণের মত একটা ছোটো অস্ত্রোপচারে মহিলার মৃত্যু ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকার । গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন তারা । মৃতার পরিবার পরিজন সহ প্রচুর গ্রামবাসী হাসপাতালে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখায় । তারপর গঙ্গারামপুর থানার কালদিঘিতে জাতীয় সড়ক অবরোধ অবরোধ করে রাখে ক্ষিপ্ত জনতা ।
প্রসঙ্গত,সাম্প্রতিক সময়ে সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে । উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে শুরু করে দক্ষিণ বঙ্গে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে রোগীর মৃত্যু ঘিরে তোলপাড় হয়ে উঠেছিল গোটা রাজ্য । দু’জায়গাতেই হাসপাতালের অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাওয়ার জন্য মোটা টাকার ভাড়া দাবি করা হয়েছিল বলে অভিযোগ । ভাতারের বিএমওএইচ সঙ্ঘমিত্রা ভৌমিকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয় জনতা । ঘটনার তদন্ত করেন খোদ পূর্ব বর্ধমানের সিএমওএইচ । কিন্তু এখনো পর্যন্ত ভাতারের বিএমওএইচ-এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে । এনিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।।

