আজিজুর রহমান,গলসি(পূর্ব বর্ধমান),২৭ জুলাই : বাড়ির কিছুটা পাশেই সেচ ক্যানেল । প্রতিদিন দুপুরে সেখানে স্থান করতে যেতেন জনৈক এক মহিলা । মঙ্গলবারও দুপুরেও যথারীতি ক্যানেলের জলে স্নান করতে গিয়েছিলেন । কিন্তু এদিন তাঁর আর বাড়ি ফেরা হল না । পা পিছলে গভীর জলে তলিয়ে গেলেন ওই মহিলা । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির অনুরাগপুর গ্রামে । নিখোঁজ মহিলার নাম কাজল বাগদী(৪০) । স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ । পরে আসে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সাত সদস্যের একটি দল । তাঁরা স্পীড বোর্ড নিয়ে ক্যানেলের জলে তল্লাশি শুরু করেন । কিন্তু এদিন সন্ধ্যা পর্যন্ত ওই মহিলার কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে ।
স্থানীয় বাসিন্দা নিখিল রায় ও নিখোঁজ মহিলার দাদা আশিষ বাগদীরা জানান, এদিন দুপুর দুটো নাগাদ স্নান করার জন্য গ্রামের পাশে সেচ ক্যানেলে গিয়েছিলেন কাজল। সেই সময় আচমকা তিনি পা পিছলে গেলে গভীর জলে তলিয়ে যান । সেই সময় ক্যানেল পাড় ছিল একটি বাচ্চা মেয়ে । সে কাজলকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে দেখে । তখন ওই মেয়েটি ছুটে গ্রামে এসে ঘটনার কথা জানায় ।
জানা গেছে,ওই বাচ্ছা মেয়েটির কাছ থেকে খবর পেয়ে ক্যানেল পাড়ে ছুটে আসেন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা । শুরু হয় খোঁজাখুঁজি । কিন্তু তাঁরা কাজলদেবীর কোনও সন্ধান পাননি । এরপর পুলিশের কাছ থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজন এসে নিখোঁজ মহিলার সন্ধানে ক্যানেলের জলে তল্লাশি শুরু করে । ঘটনাস্থল থেকে দুই থেকে তিন কিমি পর্যন্ত জায়গা জুড়ে তারা তল্লাশি চালান । কিন্তু এদিন সন্ধ্যা পর্যন্ত ওই মহিলার কোনও সন্ধান পাওয়া যায়নি ।।