দিব্যেন্দু রায়,বর্ধমান,২৮ এপ্রিল : বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ও কাটোয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল । তার জের কাটতে না কাটতেই ২৪ ঘন্টার মধ্যে ফের বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে জেলায় । আজ শুক্রবার এক কিশোরসহ দু’জনের মৃত্যুর পাশাপাশি জখম হয়েছে আরও ৪ শিশু । নিহতদের নাম বাদকু কালসা(৩৮) ও আকাশ শেখ(১২) । আহতরা হল অজয় মাজি, বিজয় মাজি, রেজিনা খাতুন এবং ইয়াসিন শেখ । নিহতদের মধ্যে প্রথমজনের বাড়ি ভাতারের মাহাতা গ্রামে । বাকি হতাহত শিশুরা মঙ্গলকোটের পিলশুয়া গ্রামের বাসিন্দা । আহত ৪ শিশু বর্তমানে মঙ্গলকোট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে খবর,গতকালের মতও এদিন দুপুরেও ঝড়বৃষ্টির পাশাপাশি মুহুর্মুহু বজ্রপাত হয় পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় । তখন ভাতার থানার রায়রামচন্দ্রপুর গ্রামের পাশে মাঠে হারভেস্টর মেশিনে ধান কাটার কাজে তদারকি করছিলেন বাদকু কালসা । আর তখন মাঠে বজ্রপাত হলে গুরুতর জখম হন ওই ব্যক্তি । তাকে উদ্ধার করে তড়িঘড়ি গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের পিলশুয়া গ্রামে । স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে ঝড়জলের সময় পিলশুয়া গ্রামের কয়েকজন শিশু ও কিশোর তাদের বাড়ির পাশে একটি আমবাগানে আম কুড়াতে গিয়েছিল । সেই সময় বজ্রপাত হলে তাদের মধ্যে ৫ জন জখম হয় । আহতদের সকলকে মঙ্গলকোট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে আকাশ শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।।