প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ ডিসেম্বর : নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধীক গ্রামবাসী।এই ঘটনার জেরে বৃহস্পতিবার ব্যাপক আলোড়ন পড়ে যায় পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার পিলখুরি গ্রামে . গুরুতর অসুস্থ ১২ জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাকিদের শারীরিক অবস্থা খারাপ থাকায় গ্রামে মেডিকেল টিম পাঠানো হয়েছে ।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,নবান্ন
উৎসব থাকায় এদিন দেওয়ানদিঘীর পিলখুরি
গ্রামে বহু মানুষের সমাগম হয় । গ্রামের মনসা মন্দিরে হয় নবান্নের পুজোপাঠ । তারপর সকলকে প্রসাদ বিতরণ করা হয়।সেই প্রসাদ খাওয়ার পর একে একে শতাধীক গ্রামবাসীর ডায়রিয়ার উপসর্গ শুরু হয়ে যায় ।আর তা নিয়েই গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন । অসুস্থদের হাসপাতালে পাঠানো হয় ।
পূর্ব বর্ধমান জেলাপরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানিয়েছেন,গ্রামবাসীদের অসুস্থ হয়ে পড়ার খবর আসতেই দ্রুত ব্যবস্থা গ্রহন করা হয়।গ্রামে মেডিকেল টিম পাঠানো হয়। প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরাও গ্রামে যান । ১২ জনকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসার হয় । আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জানিয়েছেন ।।