এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৯ মে : দেশের রাজধানী দিল্লিতে ফের এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে । রবিবার (২৮ মে, ২০২৩) ঘটে যাওয়া হাড়হিম করা এই ঘটনার সিসিটিভি ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পরে দেশ জুড়ে আলোড়ন পড়ে গেছে । ভিডিওতে এক যুবককে কোনো কিছু ধারালো অস্ত্র দিয়ে একটি মেয়ের শরীরে এলোপাথাড়ি কোপ বসাতে দেখা গেছে । মিডিয়া রিপোর্টে দাবি করা হয় ২০ থেকে ৪০ বার ধারালো ছুরি দিয়ে কোপানো হয়েছে ওই কিশোরীকে । আর ঘটনাটি ঘটেছে প্রকাশ্য রাস্তায় । ভিডিওতে ঘটনাস্থলের আশেপাশে লোকজনও দেখা গেছে । তবে কাউকেই মেয়েটিকে উদ্ধারের জন্য এগিয়ে আসতে দেখা যায়নি । শেষে ওই যুবক একটি পাথর দিয়ে মেয়েটির মাথা থেঁতলে খুন করে ।
রিপোর্টে বলা হচ্ছে,মেয়েটির নাম সাক্ষী এবং তার ঘাতক হল সাহিল নামে এক যুবক । হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণীতে শাহবাদ ডেইরির কাছে । তবে ঘাতক পলাতক । পুলিশ তার সন্ধান চালাচ্ছে ।
মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে,সাহিলের সঙ্গে সাক্ষীর সম্পর্ক ছিল । দু’জনেরই বাড়ি দিল্লির শাহবাদ ডেইরি থানা এলাকায় । রবিবার বন্ধু নীতুর ছেলের জন্মদিনের পার্টিতে যোগ দিতে যাচ্ছিল সাক্ষী । সেই সময় রাস্তাতে আটকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে খুন করে সাহিল । মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, কিছুদিন ধরে দু’জনের সম্পর্কে টানাপোড়েন চলছিল । ঘটনার আগের দিনেও সাক্ষী ও সাহিলের মধ্যে ঝগড়াও হয় । তার জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে । এদিকে মৃত কিশোরীর বাবা এনিয়ে শাহবাদ ডেইরি থানায় একটি এফআইআর রজু করেছে । তার ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে পুলিশ ৷।

