এইদিন ওয়েবডেস্ক,ব্রাজাভিল,১৭ জুলাই : কঙ্গোয় ১১ জন নিরীহ নাগরিককে হত্যা করল কুখ্যাত বিদ্রোহী গোষ্ঠীর জঙ্গিরা । ঘটনাটি ঘটেছে রবিবার কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলের কিভু অঞ্চলে । কিভুর অন্যতম স্থানীয় কর্মকর্তা আইজ্যাক কিবিরা বলেছেন যে এই লোকদের হত্যা করেছে কঙ্গোলিজ বিপ্লবী সেনাবাহিনী বা এম ২৩ নামে পরিচিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সন্ত্রাসীরা ।
প্রসঙ্গত,এম ২৩ বিদ্রোহী গোষ্ঠীট টুটসি জাতির সদস্যদের নিয়ে গঠিত । সংগঠনটি মূলত ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআরসি) উত্তর কিভু প্রদেশে সক্রিয় । এম ২৩ হল পূর্ব কঙ্গোতে লড়াইরত ১২০ টিরও বেশি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একটি, তাদের বেশিরভাগই জমি এবং মূল্যবান খনিজ নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে,অন্যরা প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর হাত থেকে তাদের সম্প্রদায়কে রক্ষা করার চেষ্টা করছে ।
জাতিসংঘ ঘোষণা করেছে যে এম ২৩ গ্রুপটির প্রতিবেশী রুয়ান্ডার সাথে সম্পর্ক রয়েছে, তবে রুয়ান্ডা অভিযোগ অস্বীকার করেছে । বিদ্রোহী গোষ্ঠী গত বছর রুয়ান্ডার সীমান্তে পূর্ব কঙ্গোর বৃহত্তম শহর গোমা শহর দখল করে কুখ্যাতি অর্জন করেছিল । যদিও ২০১২ সালের শেষের দিকে, কঙ্গোলিজ সৈন্যরা, জাতিসংঘের সৈন্যদের সাথে মিলিতভাবে গোমার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে এবং এম ২৩ যুদ্ধবিরতি ঘোষণা করে । তারা ফের শান্তি আলোচনা শুরু করার প্রস্তাব দেয় । এক দশকের শান্তির পর ২০১৭ সাল থেকে এই আফ্রিকান দেশের বিভিন্ন উপজাতির মধ্যে সংঘাত আবার জ্বলে ওঠে, যার ফলে হাজার হাজার মানুষ মারা যায় এবং দেড় মিলিয়ন লোক তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়। কঙ্গোর পূর্বাঞ্চলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের অধিকাংশ অঞ্চল এখনো সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে ।।