এইদিন ওয়েবডেস্ক,শানডং,১৪ ফেব্রুয়ারী : চীনের শানডং প্রদেশের এক পশুপালকের খামারে ৮ পা ২ পেট বিশিষ্ট একটি অদ্ভুতদর্শন শূকর শাবকের জন্ম হয়েছে । যদিও জন্মের অব্যবহিত পরে শাবকটির মৃত্যু হয় ৷ চীনের শানডং প্রদেশের(Shandong province) লিনি (Linyi) শহরে রয়েছে ওই খামারটি । খামারের মালিক গাও বাইকি জানিয়েছেন,তিনি খামারে গিয়ে দেখেন একটি শরীরে ৮ টি পা ও ২ টি পেট বিশিষ্ট একটি মিউট্যান্ট পিগলেটের জন্ম হয়েছে । শাবকটির বুক থেকে নিম্ন অংশ আলাদা । দুটি লেজ রয়েছে । বুকের উপরের দিকে জোড়া,একটিই মাথা । বিষয়টি নজরে পড়তে তিনি হতবাক হয়ে যান । গাও বলেন,’এর আগে আমি এই রকম শূকর শাবক কখনো দেখিনি । আমি শাবকটিকে বাঁচানোর জন্য বাকি শূকর থেকে সেটিকে আলাদা করি । তারপর তাকে খাওয়ানোর জন্য দুধ তৈরি করতে চলে যাই । মিনিট খানেক পর আমি দুধ নিয়ে ফিরে আসি । কিন্তু দেখি শাবকটি মারা গেছে ।’।