এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,১২ মে : চীনে ক্রু মেম্বারসহ ১২২ জন যাত্রী নিয়ে রানওয়েতে ছিটকে গিয়ে আগুন ধরে গেল যাত্রীবাহী বিমানে । এই ঘটনায় ৪০ জন আহত হয়েছে বলে খবর । বৃহস্পতিবার চীনের চংকিং বিমানবন্দরে এই ঘটনা ঘটে । আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে ।
এদিন সকালে তিব্বত এয়ারলাইন্সের A319-115 যাত্রীবাহী বিমানটি চীনের দক্ষিণ-পশ্চিম চংকিং বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় হঠাৎ পিচলে যায় । তারপর আগুন ধরে যায় বিমানের সামনের বাম দিকের অংশে । সেই সময় বিমানে ১১৩ জন যাত্রী এবং নয়জন ক্রু মেম্বার ছিল । দূর্ঘটনায় ৪০ জনেরও বেশি আহত হয় । চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (সিএএসি) জানিয়েছে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চংকিং থেকে নিংচি পর্যন্ত তিব্বত এয়ারলাইন্সের ওই ফ্লাইটে থাকা ১২২ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে । বিগত দুই মাসের মধ্যে চীনে এনিয়ে দ্বিতীয় বড় বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল ।।