প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ মে : ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎতই এক গৃহস্থের পুরানো দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ায় জখম হলেন এক বৃদ্ধা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের ৩ নম্বর ইছলাবাদে । পরিবার পরিজন ও স্থানীয়রা দ্রুত ওই বাড়ির ভেঙে পড়া অংশ সরিয়ে বৃদ্ধা পূর্ণিমা মুখোপাধ্যায় কে উদ্ধার করেন।বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।এই খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ অধিকারিকরা ঘটনাস্থলে পৌছে সবিস্তার খতিয়ে দেখেন। প্রশাসনের তরফে ব্যবস্থা নিয়ে বাড়ির ভেঙে পড়া অংশ পরে ঘিরে দেওয়া হয়।অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে পরিবারের বাকি লোকজনকে ।
বৃদ্ধার ছেলে শান্তিব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের বাড়িটি অনেক বছরের পুরনো। ১৯৬৫ সালের তৈরি হয়েছিল তাঁদের বাড়িটি ।এদিন বেলায় ’ইয়াসের’ প্রভাবে দমকা ঝড় ও বৃষ্টি শুরু হয়।সেই সময়ে তাঁর মা পূর্ণিমাদেবী ছাদে পড়ে থাকা কিছু হয়তো তুলে আনতে গিয়েছিলেন। তখনই দমকা হাওয়ার জেরে বাড়ির একংশের পরিত্যক্ত ছাদ ভেঙে পড়ে। ছাদ ভেঙে পড়ার পর তিনি তাঁর মাকে আর খুঁজে পাচ্ছিলেন না। এরপর বাড়ির ভেঙে পড়া অংশের মধ্য থেকে তাঁদের মায়ের আর্তনাদ শুনতে পাওয়া যায় তারপরেই স্থানীয় লোকজন ও পরিবারের সবাই মিলে ভেঙে পড়া বাড়ির অংশ সরিয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করেন বলে শান্তিব্রত বাবু জানিয়েছেন । একই সঙ্গে তিনি জানান ,তাঁর বৃদ্ধা মা এখন বর্ধমান হাসপাতালে ভর্তি রয়েছেন । তাঁরা পরিবারের সবাই এখন অন্যত্র ঠাঁই নিয়েছেন ।
এলাকার বাসিন্দা শেখ আকবর জানান, দমকা হওয়ার সাথে বৃষ্টি শুরু হতেই শান্তিব্রত মুখোপাধ্যায়ের বাড়ির একাংশ হঠাৎতই হড়মুড়িয়ে ভেঙে পড়ে ।ভেঙে পড়া সেই বাড়ির অংশে বৃদ্ধা চাপা পড়ে আছেন দেখার পরেই তাঁরা সবাই উদ্ধার কাজে হাত লাগান । জখম অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ।অতিরিক্ত জেলা শাসক অনির্বান কোলে বলেন,’বৃদ্ধার চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে । পাশাপাশি দুর্যোগ পরিস্তিতিতে ওই বাড়িটির ভেঙে পড়া অংশ ঘিরে দেওয়া হয়েছে ।’।