এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ জুন : সাতসকালেই ভেঙে পড়ল বিশাল আকৃতির একটি গাছ । তার জেরে রাজ্য সড়ক পথে বন্ধ হয়ে গেল যান চলাচল । বিদ্যুতের খুঁটি ভেঙে এলাকার একাংশে বিচ্ছিন্ন হয়ে গেল বিদ্যুৎ পরিষেবা । শনিবার সকাল সাতটা পনেরো নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে । যদিও ঘটনার সময় বাজারে লোকজন না থাকায় কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে গাছটিকে সরানোর ব্যবস্থা করে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, ভাতার এমপি হাইস্কুলের পশ্চিমদিকে স্কুলের একটি ভবনের পাশে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথের ঠিক ধারেই বহু পুরনো ওই অশ্বত্থ গাছটি ছিল । ফুটপাতের উপর বিশাল আকৃতির ওই গাছের নিচে বেশ কিছু দোকানপাটও রয়েছে । স্থানীয়রা জানিয়েছেন, রাত থেকেই ভারী বৃষ্টিপাত চলছে । এদিন সকালেও তার জের চলে । সকালে বৃষ্টিপাতের মাঝেই ওই অশ্বত্থ গাছটি বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথের উপর ভেঙে পড়ে । সেই সঙ্গে একটি বিদ্যুতের পোল ভেঙে পড়ায় ভাতার বাজারের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় । তবে গাছের নিচের দোকানপাট অক্ষতই রয়েছে বলে জানা গেছে ।।