আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ জুলাই : পাথর বোঝাই একটি ডাম্পার প্রথম একটি লরিকে ধাক্কা দেয় । তারপর সটান ঢুকে যায় রাস্তার পাশে একটি চায়ের দোকানে । শেষে নিয়ন্ত্রন হারিয়ে ফুটপাথে গিয়ে উলটে পড়ে । মঙ্গলবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বামশোর গ্রামের কাছে বাদশাহী রোডে । দূর্ঘটনার মোট ৪ জন আহত হয়েছেন । স্থানীর গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনে । দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । কিন্তু ডাম্পারের চালক ও চায়ের দোকানের মালিক শেখ নওসাদের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন সকালে পাথর বোঝাই ডাম্পারটি বাদশাহী রোড ধরে মুরাতিপুরের দিক ভাতারের দিকে আসছিল । কিন্তু বামশোর গ্রামের কাছে আসতেই একই দিকে যাওয়া একটি লরির পিছনে ধাক্কা দেয় ডাম্পারটি । তারপর সেটি রাস্তার পাশে শেখ নওসাদের চায়ের দোকানে গিয়ে ঢুকে পড়ে ।
জানা গেছে,ডাম্পারের ধাক্কায় খড়ের ছাউনি ও ছিটেবেড়ার দেওয়াল বিশিষ্ট শেখ নওসাদের দোকানঘরটি কার্যত ভেঙে গুঁড়িয়ে যায় । ঘটনার সময় দোকানমালিক ও এক খরিদ্দার দোকানে ছিলেন । তাঁরা দু’জনেই জখম হন । এরপর ডাম্পারটি ফুটপাথে নেমে গেলে নরম মাটিতে চাকা বসে গিয়ে সেটি উলটে পড়ে । জখম হয় ডাম্পারের চালক ও খালাসি । স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় । দূর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন যানজটের সৃষ্টি হয় । পরে খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । স্থানীয়দের অনুমান ডাম্পার চালক ঘুমিয়ে পড়ার কারনেই এই দূর্ঘটনাটি ঘটেছে । ডাম্পারটি আটক করেছে পুলিশ ।।