এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ এপ্রিল : মুর্শিদাবাদ ও কাশ্মীরের হিন্দুদের হত্যার প্রতিবাদে আজ রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে যৌথভাবে মিছিলের আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল । মিছিলে উঠল “পাকিস্থান যাদের মামার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি” ও “হিন্দু হিন্দু ভাই ভাই” শ্লোগান । মিছিলটি ভাতার কুলচন্ডা গ্রামের কাছে মহাপ্রভু তলা থেকে শুরু হয়ে ভাতার বাজার পরিক্রমা করে । সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এই মিছিলে পা মেলান । তবে যুব সমাজের উপস্থিত বেশি ছিল । দেখুন ভিডিও 👇
প্রসঙ্গত,ওয়াকফ সংশোধিত আইন প্রত্যাহারের দাবির নামে বিক্ষোভ সমাবেশ করে গত ১১ ও ১২ এপ্রিল সুপরিকল্পিত ভাবে মুর্শিদাবাদের ধুলিয়ান ও সামসেরগঞ্জসহ বিভিন্ন এলাকায় বেছে বেছে হিন্দুদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ । হিন্দুদের বাড়ি ও মন্দিরে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় । জাফরাবাদে হিন্দু পিতা-পুত্র হরগোবিন্দ দাস ও পুত্র চন্দন দাসকে বাড়ি থেকে টেনে বের করে নৃশংসভাবে কুপিয়ে খুন করে ওয়াকফ সংশোধিত আইন বিরোধী সশস্ত্র জনতা । শত শত হিন্দু পরিবার ঘরছাড়া হয়ে পার্শ্ববর্তী মালদা জেলায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল ।
অন্যদিকে গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা হয় । হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে কয়েক ডজন মানুষ । সন্ত্রাসীরা পর্যটকদের হিন্দু পরিচয় নিশ্চিত করতে কলমা পড়ায় এবং এমনকি প্যান্ট খুলে খতনা পর্যন্ত পরীক্ষা করে । যারপর গোটা দেশ জুড়ে ক্ষোভের আগুন জ্বলে । পাকিস্তান পরিকল্পিত এই সন্ত্রাসী হামলার দু’দেশের মধ্যে যুদ্ধের আবহের সৃষ্টি হয়েছে । ইতিমধ্যে সীমান্তে শুরু হয়েছে ব্যাপক গোলাগুলি ।।