এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২১ জুলাই : গাছের চারা বিলির মাধ্যমে ইদ উদযাপন করলেন পূূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পানোয়া গ্রামের বাসিন্দা এক পরিবেশপ্রেমী যুবক । বুধবার নিজের গ্রামে ক্যাম্প করে দেড় শতাধিক মানুষের হাতে তুলে দিলেন পাঁচটি করে গাছের চারা । অবশ্য গাছের চারাগুলি হাতে তুলে দেওয়ার পরে সেগুলি বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি আদায় করে নিলেন প্রাপকদের কাছে । বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানের দিন নিজের উদ্যোগে গাছের চারা বিলি করে আসছেন আবু আজাদ নামে ওই যুবক । পরিবেশ রক্ষার্থে তাঁর এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এলাকায় ।
এদিন ‘সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পানোয়া গ্রামে ‘দুয়ারে গাছ’ কর্মসূচি পালন করা হয় । এই কর্মসূচির পুরভাগে ছিলেন পানোয়া গ্রামের বাসিন্দা আবু আজাদ । তিনি জানিয়েছেন,ফেসবুক গ্রুপের মাধ্যমে আগেই এই কর্মসূচির কথা জানিয়ে দেওয়া হয়েছিল । কেউ গাছ নিতে ইচ্ছা প্রকাশ করলে তাঁদের নাম নথিভূক্ত করে রাখা হয়েছিল । এদিন সেই তালিকা ধরে প্রায় ১৫০ জন মানুষের হাতে ফল ও ফুল গাছের চারা মিলে মোট পাঁচটি করে গাছের চারা তুলে দেওয়া হয়েছে । এছাড়া তাঁদের একটি করে মাস্কও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ।
তবে শুধু গাছের চারা দিয়েই ক্ষান্ত থাকেননি ভাতারের ওই পরিবেশপ্রেমী যুবক । গাছের চার প্রাপকদের কাছ থেকে আদায় করে নিয়েছেন গাছ বাঁচানোর প্রতিশ্রুতি । আবু আজাদ বলেন, ‘গাছের চারা দেওয়ার পাশাপাশি প্রাপকদের কাছে কয়েকটি শর্ত রাখা হয়েছে । প্রথমত, গাছের চারাগুলি বাঁচানোর প্রতিশ্রুতি দিতে হবে । দ্বিতীয়ত,প্রতিটি গাছের চারাগুলির নামকরণ করতে হবে । এছাড়া দু’সপ্তাহ অন্তর গাছগুলির স্বাস্থ্য সম্পর্কীয় খবরাখবর হোয়াটসআ্যাপ গ্রুপের মাধ্যমে জানাতে হবে । সকলেই এই সমস্ত শর্তে সম্মতি দিয়েছেন ।’ পাশাপাশি তিনি জানিয়েছেন,যার চারা ভালো হবে তাঁকে পুরস্কৃত করা হবে ।।