শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ আগস্ট : পৃথক ঘটনায় ৬ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হেমন্ত ঘোষ, সুকান্ত মন্ডল, ইসমাইল সেখ,কিশোর সরকার,বীরেন গোলদার ও পাপ্পু সিং । ধৃতদের মধ্যে প্রথম ৪ জনের বাড়ি ভাতার বাজার এলাকায় । করোনার বিধিনিষেধ অমান্য করে ঘোরাঘুরি করার অভিযোগে সোমবার রাতে ভাতার বাজার থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ । বাকি দু’জন মাহাতা গ্রাম পঞ্চায়েতের কাঁঠাল ডাঙ্গাপাড়ার বাসিন্দা । সোমবার রাতে বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয় । মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়েছে ।
করোনার তৃতীয় ঢেউ আটকাতে বিধিনিষেধ নিয়ে কড়াকড়ি করেছে রাজ্য প্রশাসন । জারি হয়েছে নাইট কারফিউ । কিন্তু করোনার বিধিনিষেধ অমান্য সোমবার রাতে হেমন্ত ঘোষ, সুকান্ত মন্ডল, ইসমাইল সেখ ও কিশোর সরকার নামে ওই ৪ ব্যক্তি সোমবার রাতে ভাতার বাজারে ঘোরাঘুরি করছিলেন বলে অভিযোগ । পুলিশের টহলদারি ভ্যানের নজরে পড়ে গেলে তাঁদের গ্রেফতার করা হয় ।
অন্যদিকে পুরনো বিবাদকে কেন্দ্র করে মারধর ও লুটপাটের ঘটনায় মাহাতার কাঁঠাল ডাঙ্গাপাড়ার বাসিন্দা বীরেনগোলদার ও পাপ্পু সিং নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে খবর । পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার একই এলাকার বাসিন্দা পেশায় মোটরভ্যান চালক
ভবেশ বিশ্বাস নামে এক ব্যক্তি ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ ছিল, বীরেন ও পাপ্পু তাঁর উপর চড়াও হয়ে প্রথমে ব্যাপক মারধর করে । তারপর ওই দু’জন তাঁর মোটরভ্যানটি কেড়ে নিয়ে পালিয়ে যায় । অভিযোগ পেতেই ওই দিন রাতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি বীরেনের বাড়ি থেকে মোটরভ্যানটি উদ্ধার করে পুলিশ ।।