দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে বাইক দূর্ঘটনায় আহত হল এক শিশুসহ ৩ জন । মঙ্গলবার সকালে ভাতার বাসস্ট্যান্ড থেকে কিছুটা দুরে বর্ধমান কাটোয়া রাজ্যসড়ক পথের উপর দূর্ঘটনাটি ঘটে । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে । কিন্তু শিশুটির আঘাত গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
জানা গেছে,এদিন বছর দেড়েকের সন্তানকে বর্ধমানে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলেন নদিয়া জেলার মাটিয়ারির বাসিন্দা এক দম্পতি । শিশুর বাবা ইউসুফ শেখ তাঁর বাইকে স্ত্রী ও সন্তানকে চাপিয়ে বর্ধমান-কাটোয়া সড়ক পথ ধরে বর্ধমান মুখে যাচ্ছিলেন । ভাতার বাসস্ট্যান্ড ঢোকার মুখেই ভাতার গার্লস হাইস্কুলের কাছে বাইকটির সামনে আচমকা একটা পথ কুকুর চলে আসে । ইউসুফ শেখ জোরে ব্রেক কষলে বাইকসহ ৩ জনেই রাস্তার উপরে উলটে পড়েন । ওই দম্পতি অল্পসল্প জখম হলেও শিশুটির মাথায় ও হাতে গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে । শেষে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় ।।