শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২২ জুলাই : রেশন সামগ্রী পাচারের অভিযোগে ডিলারসহ ২ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । আটক করা হয়েছে ১০ বস্তা চাল ও ৮ বস্তা গম । পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত রেশন ডিলারের নাম তুলসিরঞ্জন মুখোপাধ্যায় । তাঁর বাড়ি ভাতার থানার এওড়া গ্রামে । দ্বিতীয় জনের নাম তাপস দাস । পেশায় মোটরভ্যানের চালক তাপসের বাড়ি ভাতার থানার আড়া গ্রামে বলে জানিয়েছে পুলিশ । বুধবার সন্ধ্যায় গ্রেফতারের পর বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার সন্ধ্যায় পুলিশ গোপন সুত্র থেকে খবর পায় এওড়া গ্রামের রেশন ডিলার তুলসিরঞ্জন মুখোপাধ্যায় বেশ কিছু রেশন সামগ্রী পাচার করছে । খবর পেতেই সেখানে হানা দেয় পুলিশ । পুলিশ যাওয়ার আগেই তাপস দাসের মোটরভ্যানে ১০ বস্তা চাল ও ৮ বস্তা গম চাপানো হয়ে গিয়েছিল । এরপর পুলিশ গিয়ে হাতেনাতে ধরে ফেলে ৷ প্রথমে রেশন ডিলার ও ভ্যানচালককে আটক করে থানায় আনা হয় । জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, ওই রেশন সামগ্রী কোথায় পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে ।।