এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২১ মার্চ :অপরিচিত যুবকের ফেলে যাওয়া ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়াল বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার গোবিন্দপুর সোনারডাঙ্গা গ্রামে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশবাহিনী । পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যাগটিকে খোলে । তবে ব্যাগের মধ্য থেকে কোনও বোমা উদ্ধার হয়নি । ব্যাগ থেকে কিছু পোশাক পরিচ্ছদ ও রাজমিস্ত্রির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে খবর ।
স্থানীয় সূত্রের খবর, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এক অপরিচিত যুবক সোনারডাঙ্গা গ্রামে আসে । সেখানে অঞ্জু বাগাল নামে জনৈক এক মহিলাদের বাড়িতে গিয়ে পানীয় জল চায় । অঞ্জু বাগাল বলেন, ‘আমি তাকে জল দিই । ওই যুবকের কাছে একটি ব্যাগ ছিল । জল খাওয়ার পর সে ব্যাগ থেকে একটা পোশাক বের করে । তারপর সে যখন পোশাক পরিবর্তন করছিল আমি তখন সেখান থেকে সরে যাই । কিছুক্ষন পর ঘুরে এসে দেখি ওই যুবক নেই । তার ব্যাগটি ঘরের দেওয়ালে ঠেসানো অবস্থায় রয়েছে । আমরা আশঙ্কা করেছিলাম ব্যাগের ভিতরে বোমা আছে । এরপর আমার ছেলে অনুপ সারেঙ্গা থানায় খবর দেয় ।’
জানা গেছে,খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশবাহিনী । পুলিশ প্রথমে বাঁশের লম্বা আঁকশি করে ব্যাগের ভিতর থেকে পোশাক পরিচ্ছদ বের করে । পরে একটি দড়ির সাহায্যে ব্যাগটি সন্তর্পনে নিরাপদ যায়গায় টেনে নিয়ে যাওয়া হয় । এরপর পুলিশ ব্যাগটিকে উলটো করে ধরতেই ব্যাগের ভিতর থেকে একে একে বেড়িয়ে আসে হাতুলি, ওলন, কুর্নি সহ রাজমিস্ত্রির বিভিন্ন সরঞ্জাম । সেগুলিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । স্থানীয়দের অনুমান ওই অপরিচিত যুবক ভূল করে ব্যাগটি ফেলে চলে গেছে ।
এই দিনই বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে । এদিকে সাত সকালেই ফেলে যাওয়া ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়ালে পুলিশ প্রথমে চাপে পড়ে যায় । কিন্তু শেষ পর্যন্ত ব্যাগ থেকে বোমাজাতীয় কিছু উদ্ধার না হওয়ায় স্বস্তিতে পুলিশ ।।