এইদিন ওয়েবডেস্ক, বাঁকুড়া, ২১ সেপ্টেম্বর: দোকান থেকে রাসায়নিক সার কিনে নিয়ে গিয়ে জমিতে দিচ্ছেন কৃষকরা। কিন্তু ফসলের বৃদ্ধি আশানুরূপ নয়। এই সমস্যা দু একজন কৃষকের নয়। অধিকাংশ কৃষকই এই সমস্যার মধ্যে পড়ছেন । এরকম দীর্ঘদিন দেখার পর কৃষকদের মনে সন্দেহ আসে। তারপর ‘রহস্যভেদ’ করলেন নিজেরাই। দেখা গেল রাসায়নিক সার হিসাবে কিনে এনে তারা জমিতে যা ব্যবহার করছেন আদপে তা সারই নয়, বালি, পাথরকুচি ইত্যাদিতে রঙ মিশিয়ে সার বলেই চালানো হচ্ছে। বাঁকুড়ায় এমনই অভিযোগ তুলেছেন কৃষকদের একাংশ। তানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগের তদন্ত করছে কৃষি দফতর।
বাঁকুড়া জেলার সিমলাপালের কুকড়াকোন্দর এলাকার বেশকিছু কৃষক অভিযোগ তুলেছেন স্থানীয় বাজারে ভেজাল সার বিক্রি হচ্ছে।সারের দাম নিয়ে কার্যত রঙ মেশানো বালি বা পাথরকুচি বিক্রি করা হচ্ছে। আর সেই ভেজাল সার তারা জমিতে তা প্রয়োগ করে দেখছেন কোনও কাজ হচ্ছে না। কৃষকদের দাবি যেসব সংস্থার নামে এই ভেজাল সার বিক্রি হচ্ছে বা যারা বিক্রি করছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। কৃষিদফতরেও জানিয়েছেন কৃষকরা। যদিও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে কৃষিবিভাগ সূত্রে জানানো হয়েছে ।।