এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৭ ডিসেম্বর ঃ এতদিন দেখা যাচ্ছিল “আমরা দাদার অনুগামী” পোস্টার । রাজ্যের বিভিন্ন জেলায় শুভেন্দু অধিকারী অনুগামীদেরই মুলত এই ধরনের পোস্টার বা ব্যানার লাগাতে দেখা যাচ্ছিল । কিন্তু এবার পোস্টার পড়ল “ভোট গুরু” বলে পরিচিত তথা রাজ্যের শাসকদল তৃনমুল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের নামে । স্থান বাঁকুড়া জেলার ইন্দাস থানার শাশপুর বাজার এলাকা । সাদা কাগজের উপর কালো কালিতে লেখা হয়েছে “বহিরাগত প্রশান্ত কিশোর বাংলা থেকে দূর হাটো” । একটা দুটো নয়, এই পোস্টারে ছেয়ে গেছে গোটা শাশপুর ।এমনকি তৃণমূলের শাশপুর অঞ্চল দলীয় কার্যালয়ের বাইরে এবং গেটের দরজায় সাঁটানো হয়েছে এই পোস্টার । এদিকে এই পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এই কাজ যে প্রশান্ত কিশোরের কোনও অনুগামীর নয় তা বলাই বাহুল্য । তবে কে বা কারা এই পোস্টার সাঁটিয়েছে তা জানা না গেলেও এই ঘটনায় বিজেপির ঘাড়ে দোষ চাপিয়েছে স্থানীয় তৃনমুল নেতৃত্ব । তবে তা পত্রপাঠ খারিজ করে দিয়েছে বিজেপি ।
স্থানীয় সুত্রে জানা গেছে,সোমবার সকালে শাশপুর বাজার এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন এলাকার মিষ্টির দোকান , চায়ের দোকান, সেলুন সহ বিভিন্ন দোকানের গায়ে সাঁটানো রয়েছে “বহিরাগত প্রশান্ত কিশোর বাংলা থেকে দূর হাটো” পোস্টার । শাশপুর বাজারেই রয়েছে তৃনমুলের অঞ্চল কার্যালয় । এদিন সকালে সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দলীয় কার্যালয় খুলতে গিয়ে দেখেন কার্যালয়ের গেটে ও দেওয়ালেও সাঁটানো হয়েছে এই পোস্টার ।
এদিকে এই ঘটনাকে ঘিরে চাপানউতোর শুরু হয়ে গেছে তৃনমুল ও বিজেপির মধ্যে ।
তৃনমুলের সাতপুর অঞ্চল সভাপতি তারাপদ ঘোষের অভিযোগ, ‘আমাদের এখানে বিরোধী দল বলতে বিজেপি । আর ওরা সমানে আমাদের পিছনে লেগে আছে । আমাদের কর্মীরা যাতে স্বতস্ফুর্তভাবে কাজ করতে না পারে তার জন্য আমাদের বিরুদ্ধে নানা ভাবে কুৎসা রটাচ্ছে । লিফলেট দিচ্ছে। বিভিন্নভাবে অপপ্রচার করছে । তাই আমাদের অনুমান এটা বিজেপি কর্মীদেরই কাজ ।’
অন্যদিকে বিজেপির ইন্দাস-২ নম্বর মন্ডলের সভাপতি গৌতম ধাড়ার দাবি , ‘তৃনমুলের পুরনো কর্মীরা এখন গুরুত্ব পায় না । তাই পশ্চিমবঙ্গ জুড়ে দাদার অনুগামী,দিদির অনুগামী,রাজীবের অনুগামী এসব চলছে । আমাদের এখানেও তৃনমুলের একই অবস্থা । তৃনমুলের আভ্যন্তরীন কলহের কারনেই এই পোস্টার পড়েছে । এখানে বিজেপির কোনও হাত নেই ।’