এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৯ জুন : ফের বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়া জেলায় । পৃথক আরও এক বজ্রপাতের ঘটনায় জখম হয়েছেন ৬ জন । পুলিশ জানিয়েছে,মৃত মহিলার নাম সন্ধ্যা মাহাতো (৫৬)। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের গোয়ালবাড়ি অঞ্চলের ছোট আমলাতোড়া গ্রামে । স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির গবাদি পশুদের নিয়ে ছোট আমলাতোড়া সংলগ্ন আমডিহা গ্রামের মাঠে চড়াতে নিয়ে গিয়েছিলেন সন্ধ্যাদেবী । দুপুর নাগাদ ঝড়জলের পাশাপাশি বজ্রপাত শুরু হয় । সেই সময় ওই মহিলা মাঠে একাই ছিলেন বলে জানা গেছে ।
মৃতের দেওরের ছেলে বাবলু মাহাতো বলেন, ‘ঝড়বৃষ্টির চলাকালীন বাড়ির গবাদি পশুগুলো বাড়ি ফিরে আসে । কিন্তু আমার জেঠিমা না আসায় আমরা তাঁকে মাঠে খুৃজতে যাই । তখন জেঠিমাকে মাঠের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখতে পাওয়া যায় । সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।’ তিনি জানিয়েছে,তাঁর জেঠিমার শরীরে বজ্রস্পৃষ্ট হওয়ার চিহ্ন ছিল ৷ এদিকে ঘটনার কথা কানে যেতেই মৃতের বাড়িতে যান বাঁকুড়া জেলা পরিষদের সদস্য সূর্যকান্ত সিনহা মহাপাত্র । তিনি মৃতের পরিবারকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে ।
অন্যদিকে প্রায় একই সময়ে মাঠে কাজ করার সময় বজ্রস্পৃষ্ট হয়ে জখম হলেন আমলাতোড়া গ্রামের বাসিন্দা ৬ জন ব্যক্তি । জানা গেছে,ওই ব্যক্তিরা সকলেই জনমজুরির কাজ করেন । তাঁরা দুপুর নাগাদ যখন মাঠে কাজ করছিলেন সেই সময় ঝড়বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু । বজ্রপাতে ওই ৬ জনেই জখম হন । গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করে
সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য আনে । তবে তাঁদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।।