এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১০ আগস্ট : এক আদিবাসী ব্যক্তিকে আছড়ে মারল একটি বুনো হাতি । সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর সীমান্তবর্তী গ্রাম তেতুলডাঙ্গায় । মৃতের নাম মঙ্গল হেমব্রম (৪২) । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে । পাশাপাশি বুনো হাতি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সূত্রে খবর,তেতুলডাঙ্গা গ্রামটি
জঙ্গলমহলের ঠিক গায়েই । প্রায়ই গ্রামে খাবারের সন্ধানে হানা দেয় হাতির দল । সোমবার সন্ধ্যা নাগাদ হাতির একটি দল গ্রামে ঢুকেছিল । যদিও কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে ফিরে যায় দলটি । কিন্তু একটি হাতি দলছুট হয়ে পড়ে । হাতিটি মঙ্গল হেমব্রমের বাড়ির আশেপাশেই ঘোরাঘুরি করছিল । কিন্তু হাতিটি নজরে পড়েনি মঙ্গলের । তারপর সন্ধ্যায় তিনি কিছু কেনাকাটার জন্য বাইরে বেরতেই হাতির সামনে পড়ে যান । আর তখন হাতিটি মঙ্গলকে শুড়ে তুলে মাটিতে সজোরে আছাড় মারে । স্থানীয় লোকজন চিৎকার করে হাতিটিকে প্রতিহত করার চেষ্টা । কিন্তু তারা ব্যার্থ হয় । এরপর হাতিটি জঙ্গলে ফিরে গেলে মঙ্গলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আনেন স্থানীয় বাসিন্দারা । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
স্থানীয় গ্রামবাসীরা জানান,বাঁকুড়ার জঙ্গলমহল সংলগ্ন গ্রামগুলিতে প্রায়ই ঢুকে পড়ছে বুনো হাতির দল । খাবারের সন্ধানে এসে তারা কার্যত তান্ডব চালাচ্ছে । গত সপ্তাহের সোমবার ভোরে সোনামুখী থানার পাঁচাল গ্রাম ও সংলগ্ন লোখেশোল গ্রামের বেশ কিছু দোকানে হানা দিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি করে দিয়ে পালিয়ে যায় । তারপর থেকে ব্যাপক আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা ।।