এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৯ আগস্ট : সেতুর উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল একাদশ শ্রেণীর এক ছাত্রী । যদিও স্থানীয় বাসিন্দা ও কর্তব্যরত সিভিক ভল্যান্টিয়ারদের তৎপরতায় প্রাণ বাঁচে তার ৷ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইন্দাসের দ্বারকেশ্বর নদীর উপর সামরোঘাট সেতুতে । স্থানীয় ও পুলিশ সুত্রে খবর,বাঁকুড়া জেলার ইন্দাস-২ গ্রাম পঞ্চায়েতের খোশবাগ গ্রামে বাড়ি বছর সতেরোর ঐ ছাত্রীর । এদিন দুপুর নাগাদ তাকে দ্বারকেশ্বর নদীর সামরোঘাট সেতুর উপরে ঘোরাঘুরি করতে দেখা যায় । তারপরেই হঠাৎ সে সেতু থেকে নদীর জলে ঝাঁপিয়ে পড়ে ৷
জানা গেছে,নজরে পড়তেই স্থানীয় কয়েকজন যুবক প্রায় একই সময়ে নদীতে ঝাঁপ দিয়ে ওই কিশোরীকে নদীর জল থেকে উদ্ধার করে পাড়ে তুলে আনে । সেই সময় আশেপাশেই ডিউটি করছিলেন কয়েকজন সিভিক ভলেন্টিয়ার্স । শেষে ওই সিভিক ভলেন্টিয়ার্সদের সহায়তায় ছাত্রীকে উদ্ধার করে তড়িঘড়ি ইন্দাস ব্লক হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বাবার সঙ্গে পড়াশুনা নিয়ে ঝামেলা ও বকাবকির জেরেই ঐ ছাত্রী আত্মহত্যা করতে গিয়েছিল । যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ছাত্রীর পরিবারের লোকজন ।।