এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৬ জানুয়ারী : স্পঞ্জ আয়রন বোঝাই একটি ট্রাক হাইজ্যাক চক্রের মূল পান্ডাসহ ৬ দুষ্কৃতিকে গ্রেফতার করল বাঁকুড়া জেলা পুলিশ । উদ্ধার হয়েছে হাইজ্যাক হওয়া ট্রাকটিও । রবিবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় । পুলিশ সুত্রে জানা গেছে,ট্রাক হাইজ্যাকের ঘটনাটি ঘটে গত ৪ জানুয়ারি । ওই দিন বাঁকুড়ার শালতোড়া থানার রানীপুর এলাকার একটি বেসরকারি স্টীল প্লান্ট থেকে স্পঞ্জ আয়রন বোঝাই করে ট্রাকটি আসানসোলের দিকে যাচ্ছিল । কিন্তু শালতোড়া থানার ছাতাপাথরের কাছে আসতেই ট্রাকটিকে আটকায় দুষ্কৃতিদল । তারপর ট্রাকের চালক ও খালাসিকে নামিয়ে দিয়ে স্পঞ্জ আয়রন বোঝাই ট্রাকটিকে হাইজ্যাক করে তারা ।
জানা গেছে,হাইজ্যাকের বিষয়টি ট্রাক চালকের কাছ থেকে ফোন মারফত খবর পেতেই সঙ্গে সঙ্গে শালতোড়া থানার সঙ্গে যোগাযোগ করে কারখানা কর্তৃপক্ষ । এরপর পুলিশ ট্রাকটি উদ্ধারের জন্য বাঁকুড়া জেলার প্রতিটি সীমান্তে নাকা চেকিং শুরু করে দেয় । এদিকে ধরা পড়ার ভয়ে বড়জোড়ার কাছে ট্রাকটিকে ফেলে রেখে পালিয়ে যায় দুস্কৃতিদল । তারপর থেকে হাইজ্যাকারদের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল পুলিশ । অবশেষে সোর্স মারফত খবর পেয়ে শনিবার রাতে হাইজ্যাকের ঘটনার মাস্টার মাইন্ডসহ মোট ৬ জন দুষ্কৃতিকে পাকড়াও করে পুলিশ ।।