এইদিন ওয়েবডেস্ক,কিশোরগঞ্জ,২৩ এপ্রিল : ঈদের জামাত আদায়কে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়াল দুই পক্ষের লোকজন । শনিবার ঈদের দিনে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বীর কাটিহারী গ্রামের দক্ষিণপাড়া ঈদগাহে । চড়,লাথি,ঘুঁষির পাশাপাশি যুযুধান দু’পক্ষ একে অপরের দিকে ব্যাপক ইঁটপাটকেল ছোড়ে । কেউ কেউ লাঠিসোঁটা নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে । খুশির ইদের দিনে মুহুর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় । সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে অন্তত আরও ২০ জন । নিহতের নাম নজরুল ইসলাম (৪৫) । তিনি কাটিহারী গ্রামের বাসিন্দা মৃত মফিজ উদ্দিনের ছেলে ।
জানা গেছে,জামাত আদায়কে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল । শনিবার দু’পক্ষের লোকজন ঈদগাহে নামাজ পড়তে গেলে ফের এনিয়ে একপ্রস্থ অশান্তি বাধে । প্রথমে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি হয় । তারপর লাঠিসোঁটা, ইঁটপাটকেল নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে । পরে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে নজরুল ইসলাম নামে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে । মৃতদেহের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ ।।