এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১১ আগস্ট : মহম্মদ ইউনূসের নেতৃত্বে ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলি ক্ষমতায় আসার পর থেকেই ব্যাপক হিন্দু বিদ্বেষ বেড়ে গেছে বাংলাদেশে ৷ হিন্দু মন্দির ও দেবদেবী থেকে শুরু করে হিন্দুদের আস্থার জায়গাগুলোর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোকজন । ফের একবার বাংলাদেশে জিহাদিদের হিন্দু বিদ্বেষের কোপ পড়ল দেবী মা রূপে পূজিত বটবৃক্ষের উপর । এবারে চট্টগ্রামের আকবরশাহ এলাকায় শীতলা মা রূপে পূজিত বটবৃক্ষ কেটে ফেললো মহম্মদ রাজন নামে এক ইসলামি কট্টরপন্থী ও তার দলবল ।
জানা গেছে,চট্টগ্রামের আকবরশাহ এলাকার শ্যামা কালী বাড়িতে দীর্ঘদিন ধরে পূজিত হয়ে আসছে শীতলা মায়ের বটবৃক্ষটি । স্থানীয় এক প্রবীণ সনাতনী জানান, শীতলা মায়ের এই বটগাছ বহু প্রজন্ম ধরে পূজিত হয়ে আসছিল এবং এটি এলাকার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। গাছটি কেটে ফেলার মাধ্যমে সম্প্রদায়ের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করা হয়েছে। কিন্তু শুধুমাত্র হিন্দুদের আস্থায় আঘাত দেওয়ার উদ্দেশ্যে স্থানীয় মৌলবাদীরা ওই পবিত্র গাছটিকে নিশানা করে । এরপর মৌলবাদীদের ইশারায় মহম্মদ রাজন নামে ওই জিহাদি ওই প্রাচীন বটবৃক্ষটি কেটে দেয় । স্থানীয় সনাতনী সম্প্রদায় এই ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সুপরিকল্পিত ভীতি প্রদর্শনের অংশ হিসেবে দেখছেন।
ঘটনার পর থেকেই এলাকাবাসী, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে । বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, আকবরশাহ থানা শাখা এবং চট্টগ্রাম মহানগর শাখা এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে,”এটি শুধু একটি গাছ কাটার ঘটনা নয়; এটি আমাদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিকে ধ্বংস করার এক পরিকল্পিত পদক্ষেপ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সকল সনাতনীকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”
এই ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, অপরাধীর শাস্তি এবং পূজাস্থলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন হিন্দুরা । এলাকাবাসীর আশঙ্কা, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এ ধরনের ঘটনাকে কঠোরভাবে দমন করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে ।
তবে জিহাদিদের হিন্দু বিদ্বেষের কোপ গাছের উপর পড়ার ঘটনা এটা নতুন নয় । এর আগে বাংলাদেশর ঢাকা বিভাগের মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলমমীর কান্দি গ্রামের কুমার নদের খেয়া ঘাটে শতাব্দী প্রাচীন বিশাল বটবৃক্ষ কেটে দেয় মুসলিম সম্প্রদায়ের লোকজনরা । হিন্দুরা গাছটিকে দেবীজ্ঞানে পূজো করত । মানত রাখত । বড় আকারে বাৎসরিক উৎসবও হত । আর এই কারনে স্থানীয় মুসলিম মৌলবাদীদের হিন্দু বিদ্বেষের শিকার হয় ওই প্রাচীন গাছটি ।।