এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৭ অক্টোবর : গত ৫ সেপ্টেম্বর শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পর বর্তমানে ইসলামি জঙ্গি গোষ্ঠীর হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা । দেশ থেকে হিন্দুদের নিশ্চিহ্ন করতে ক্রমাগত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে জামাত ইসলামি ও বাংলাদেশ ন্যাশনাল পার্টির (বিএনপি) মত জঙ্গি সংগঠনগুলি । ধর্মান্তরিত হওয়ার হুমকির পাশাপাশি হিন্দুদের জমিজায়গা জোর করে দখলের ঘটনাও ঘটে চলেছে বাংলাদেশে । বাংলাদেশের বালিয়াডাঙ্গি উপজেলায় দোগাছি মধুপুর টুলিপাড়া গ্রামের এক হিন্দু কৃষকের জমি জোর করে দখলের চেষ্টা করা হয় শনিবার । কিন্তু হিন্দুরা জোট বেঁধে লাঠাসোঁটা হাতে তাড়া করলে স্থানীয় মুসলিম ভূ-মাফিয়া ও তার ভাড়া করা দুর্বৃত্ত বাহিনী পালিয়ে যায় । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায় ।
জানা গেছে,বালিয়াডাঙ্গি উপজেলায় দোগাছি মধুপুর টুলিপাড়া গ্রামের মাঠে প্রায় ৫ একর পরিমান কৃষি জমি রয়েছে স্থানীয় এক হিন্দু কৃষকের । ওই জমিতে চাষবাস করেই মূলত সংসার চলে তার । শ্মশান নির্মাণের জন্য জমির একাংশ ছেড়ে দিয়েছিলেন ওই কৃষকের পূর্ব পুরুষরা । ওই জায়পগায় একটা টিনের ছাউনি দেওয়া একটা কালী মন্দির নির্মান করা হয়েছিল । মধুপুর টুলিপাড়া গ্রামের হিন্দুদের অভিযোগ যে ওই জমির মাঝে প্রায় ২৫ কাঠা পরিমান জমি রয়েছে মেজর শেখওয়াত, নকিব বিন শেখওয়াত নামে স্থানীয় মুসলিমদের । তারা হিন্দু কৃষকের ৫ একর পরিমান কৃষি জমিটি জবরদখল করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল ৷ গত ৫ সেপ্টেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পরেই তারা ২০০-২৫০ জন লোক ভাড়া করে নিয়ে এসে শতাব্দী প্রাচীন শ্মশান মন্দির ভাঙে৷ দেবী কালীর টিনের ঘর জ্বালিয়ে দিয়ে শ্মশানের জমির দখল নেয় । প্রায় ৫ একর জমির ধান কেটে নিয়ে চাষ করে দেয় । হিন্দুরা আতঙ্কিত থাকায় প্রতিরোধ করতে পারেনি । কিন্তু শনিবার ফের তারা গুন্ডাদের ভাড়া করে জমিটি দখল করতে এলে তারা রুখে দাঁড়ায় । হিন্দুদের অভিযোগ, বিষয়টি পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি ।
এর আগে বাংলাদেশের গাজীপুর জেলায় অমূল্য চরণ নাথ নামে এক হিন্দুর বাড়ি দখলের অভিযোগ ওঠে । এই ঘটনায় গাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ ।
অভিযোগপত্রে তিনি জানান,আমি অমূল্য চন্দ্র নাথ, বর্তমানে আমেরিকাতে বসবাসরত ও শারীরিকভাবে ভীষণ অসুস্থ। প্রায় ৩৫ বৎসর পূর্বে (১৯৯০ সালে) ক্রয় করা ঢাকা, গাজিপুর, গাছা, থানার অন্তর্ভুক্ত বোর্ড বাজারে অবস্থিত আমার ৬৯৯ নাম্বার বাড়ীটি এতদিন ধরে ভাড়া দেওয়া ছিল। বিগত ০৯-১০-২০২৪ তারিখে জোর পূর্বক বাড়িতে প্রবেশ করে ভাড়াটিয়াদের কাছ থেকে মাসিক ভাড়া তুলে নিয়ে নেয়। শুধু তাই নয় তার পরের দিন (১০-১০-২০২৪ তারিখে) মাসুদ খান ও তার সন্ত্রাসী বাহিনী আমার বাড়ীর তত্ত্বাবধায়ক জাকির ও তাহার স্ত্রীকে জোরপূর্বক বের করে দিয়ে ওই ঘরের দখল নেয়। সাথে আরও কিছু ঘরের ভাড়াটিয়াদের গালিগালাজ করে বের করে দিয়ে দখলে নেয়। সেই গত ১০ই অক্টোবর থেকে বাড়ীটি তারা দখল করে নিয়ে আজ অবধি ওইখানে বসবাস করছে।’ তিনি মাসুদ খান(৫৫), তার স্ত্রী ফরিদা ইয়াসমিন(৪৮),ছেলে মোহম্মদ রাহুল(২৩),রাতুল খান(১৯),ভাইপো নিশাদ(২৫) এবং দুই আত্মীয় মোহম্মদ শাহিন(৩২) ও মোহম্মদ শাকিল(২২) এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ।।