এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৪ এপ্রিল : ঈদ উৎসবের আবহে বাংলাদেশে মদ্যপানে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । গুরুতর অসুস্থ আরও অন্তত ৫ জন । নিহতরা হল মোহম্মদ ইয়াছিন (২৫),মোহম্মদ শাহিন (৪৭),মোহম্মদ রতন (২১) ও সিফাত উল্লাহ (২৭)। নিহতদের মধ্যে প্রথমজনের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় । বাকি ৩ জন যথাক্রমে কুষ্টিয়া জেলার সদর উপজেলার বড় আইলচারা, মিরপুর উপজেলার মশান বারুই পাড়া এবং ভেড়ামারা উপজেলার বাসিন্দা ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাসিন্দা তৈয়ব আলী মিয়ার ছেলে মোহম্মদ ইয়াছিন । তিনি মুড়ির মোয়া বিক্রি করতেন । তিনি বিবাহিত । স্ত্রী ও এক শিশুসন্তান রয়েছে তার । ব্যবসার সুবিধার্থে দীর্ঘ ১২ বছর ধরে ধনিয়া একটি কলেজ পাশে একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন ইয়াছিন । তৈয়ব আলী বলেন,রবিবার তার বন্ধুদের সাথে বাইরে গিয়েছিল । ঘণ্টা তিনেক পর ছেলে ঘরে ফিরে এসে জানায়, তার পেট ব্যাথা করছে । তখন তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর ইয়াছিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ।
জানা গেছে,বাড়ি থেকে বেড়িয়ে ঢাকার কদমতলীতে মদ্যপানের আসর বসায় ইয়াছিন ও তার বন্ধুরা । ব্যাপক মদ্যপান করে সকলে । কিন্তু ইয়াছিন অসুস্থ বোধ করলে সে বাড়ি ফিরে আসে । কদমতলী থানার ভারপ্রাপ্ত ওসি প্রলয় কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মদ বা নেশা জাতীয় কিছু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করার ফলে ওই যুবকেত মৃত্যু হয়েছে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
অন্যদিকে বাংলাদেশের কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বাকি ৩ জন বিষাক্ত মদ্যপানের জেরে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শাহাদাৎ হোসেন । তিনি বলেন, রবিবার রাতে জেলার বিভিন্নস্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হলে সোমবার ভোররাতে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামের তিনজনের মৃত্যু হয় । নিহত তিন ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে । পাশাপাশি আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান ৷।