এইদিন ওয়েবডেস্ক,বনগাঁ,৩০ জুলাই : জামাকাপড় মেলার জন্য ছাদে টাঙানো ছিল জিআই তার । সেই তারটি কোনওভাবে বাড়ির বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছিল । সকালে ঘুম থেকে ওঠার পর ছাদে গিয়ে ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন ছেলে । নজরে পড়তেই ছেলেকে বাঁচাতে যান মা । কিন্তু শেষ পর্যন্ত মা ও ছেলে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পুরসভার ট-বাজার এলাকায় । মৃতদের নাম মিতা অধিকারী (৪৮) ও তাঁর ছেলে ঋষভ অধিকারী(২৫)। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।
জানা গিয়েছে, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ছাদে যাওয়া অভ্যাস ঋষভের । এদিন দিনও যথারীতি ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলেন তিনি । কিন্তু তিনি জানতেন না যে জামা কাপড় শুকতে দেওয়ার জন্য যে জিআই তারটি টাঙানো রয়েছে সেটি কোনওভাবে বাড়ির বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযুক্ত হয়ে আছে । ফলে ভুল বশত ওই তারে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ঋষভ । তিনি ছটফট করছেন দেখে তাঁর মা মিতাদেবী ছুটে আসেন। মিতাদেবী ছেলেকে বাঁচানোর চেষ্টা করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন । এদিকে স্ত্রী ও ছেলেকে ওই অবস্থায় দেখে চিৎকার করে লোকজন ডাকাডাকি করে মিতাদেবীর স্বামী তপন অধিকারী । এরপর প্রতিবেশীরা ছুটে এসে বাড়ির বিদ্যুৎ লাইনের মেন সুইচ অফ করে মা ও ছেলেকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ।।