দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩১ ডিসেম্বর : গ্রামের রাস্তা দিয়ে চলাচল করে বালিবোঝাই লরি, ডাম্পার।তার ফলে রাস্তার বেহাল অবস্থা। ক্ষিপ্ত গ্রামবাসীরা শুক্রবার রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার বান্দরা গ্রামের ঘটনা। গ্রামের পুরুষ মহিলারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। শেষে গাড়িমালিকরা আশ্বাস দিলে অবরোধ ওঠে।
কাটোয়া ১ ব্লকের বান্দরা গ্রামের পাশ দিকে গিয়েছে অজয় নদ। অজয়নদে রয়েছে বালিঘাট। অজয় নদের বালিঘাট থেকে বালি নিয়ে লরি ও ডাম্পার চলাচল করে বান্দরা গ্রামের রাস্তা দিয়ে। স্থানীয়রা জানান তাদের গ্রামের মোরাম রাস্তা দিয়ে বালির গাড়িগুলি চলাচলের ফলে রাস্তা বেহাল হয়ে পড়েছে। বালিবোঝাই গাড়ি থেকে জল চুঁইয়ে রাস্তায় পড়ে। ফলে রাস্উ সবসময় কর্দমাক্ত হয়ে থাকে। এই কারনে রাস্তা নিয়ে চলাচল করতে ভীষণ সমস্যা হয় গ্রামবাসীদের। দুর্ঘটনা লেগেই থাকে।
স্থানীয়দের অভিযোগ বারবার গাড়িমালিকদের ও প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা শুক্রবার পথ অবরোধ করেন।
ঘণ্টাখানেক ধরে অবরোধের পর বালির গাড়ির মালিকরা ঘটনাস্থলে আসেন। তারা রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ ওঠে ।।