এইদিন ওয়েবডেস্ক,গুজরাট,২৪ এপ্রিল : গুজরাটের বানাসকাঁথার পালানপুর-ডিসা মহাসড়কের পাশে একটি কাগজলের জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের প্রভাবে মৃত্যু হল তিন শ্রমিকের । মৃতদের মধ্যে দু’জনের নাম মনোজ রাম ও জয়প্রকাশ পাল । অন্যজনের পরিচয় জানা যায়নি । গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শ্রমিক । মঙ্গলবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাট ঘটেছে বনাসকাঁথার পালনপুর-ডিসা মহাসড়কের মহেশ্বরী কাগজ কলে ।
ঘটনার বিবরণে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ওই কাগজকলের কাগজ ভিজানোর জন্য তৈরি জলের ট্যাঙ্ক থেকে নোংরা জল নিষ্কাশন হচ্ছিল না । সেই কারনে ট্যাঙ্কের জল নিষ্কাশন পাইপ লাইন পরিষ্কার করতে মঙ্গলবার রাতে ট্যাঙ্কের নিচে নেমেছিল ৫ শ্রমিক । কিন্তু ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে
পাঁচ শ্রমিকের মধ্যে তিনজন অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক দমকল বাহিনীকে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ । এরপর শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তিন শ্রমিককে মৃত ঘোষণা করেন। অপর দুই শ্রমিককেও তাৎক্ষণিক চিকিৎসার জন্য স্থানান্তর করা হলেও তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ।
ঘটনা প্রসঙ্গে কাগজকলের পরিচালক জয়প্রকাশ মহেশ্বরী বলেন,কারখানায় শ্বাসরোধে মৃত্যুর খবর শুনে আমি তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছাই। এছাড়াও আমাদের অক্সিজেন ট্যাংক ছিল। যা নিয়ে শ্রমিকরা নেমে পড়েন। কিন্তু ট্যাঙ্ক চালু করতে না জানার কারণে শ্রমিকরা তা ব্যবহার করতে পারেনি।।